পশ্চিমবঙ্গ

west bengal

Aishwarya Rai Bachchan on Lata Mangeshkar: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য ঐশ্বর্যর

By

Published : Feb 8, 2022, 11:53 AM IST

আবেগি পোস্ট শেয়ার করে সুরের কোকিল লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan Express grief to remember Lata Mangeshkar) ৷

Aishwarya Rai Bachchan on Lata Mangeshkar
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন ঐশ্বর্যর

নয়া দিল্লি, 8 ফেব্রুয়ারি : সোমবার রাতে ইনস্টাগ্রামে আবেগি পোস্টের মাধ্য়মে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ৷ রবিবার ইহলোকের মায়া কাটিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সাক্ষাৎ সরস্বতীর বরকন্যা ৷ স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকাহত শিল্পীজগত ৷ দশকের পর দশক ধরে একের পর এক অভিনেত্রী এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন বলিউডের আকাশ থেকে ৷ তবে ধ্রুবতারার মতই এক এবং অদ্বিতীয় হয়ে থেকে গিয়েছেন তাঁদের কণ্ঠশিল্পী লতা ৷

কত অভিনেত্রীর গানের কণ্ঠ যে হয়ে উঠেছেন তিনি তা বলাই বাহুল্য ৷ তাঁদেরই একজন ঐশ্বর্য রাই বচ্চনও ৷ ঐশ্বর্যর জন্য়ও 'মহব্বতে' ছবিতে বেশ কিছু স্মরণীয় গান গেয়েছিলেন সুরের কোকিল ৷ 'হামকো হামিসে চুরালো', 'জিন্দা রহেতি হ্যায় উনকি মহব্বতে'-র গানগুলি আজও শ্রোতাদের কানে বাজে ৷ সোমবার সেই ভারতের নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, "কথা হারিয়ে ফেলেছি...প্রার্থনা তাঁর স্বর্গীয় আত্মা চির শান্তি লাভ করুক, লতাজি ঈশ্বর পরম করুণায় আপনাকে আর্শীবাদ করুন ৷" (Aishwarya Rai Bachchan remembers the contribution of Lata)

আরও পড়ুন: লতা স্মরণে আবেগে ভাসলেন হেমা-মাধুরী

এর আগে একই ভাবে প্রিয় লতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চনও ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছিলেন, "আজ আমরা সর্বকালের শ্রেষ্ঠ একজনকে হারিয়েছি ৷ হৃদয় ভেঙে গিয়েছে, ভাষা হারিয়ে ফেলেছি ৷ এটি একটি অপূরণীয় ক্ষতি ৷ লতাজি আপনার চির বিশ্রামও গৌরবময় হোক ৷ আপনার কণ্ঠ, প্রতিভা এবং সহানুভূতি দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । মহান লতা মঙ্গেশকরের একইসময়ে বাস করেছি, এর জন্য আমরা সৌভাগ্যবান।"

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details