পশ্চিমবঙ্গ

west bengal

Ranveer Singh: বড়দিনে হলে আসছে রণবীরের 83, পিছল লাল সিং চাড্ডার রিলিজ

By

Published : Sep 26, 2021, 7:35 PM IST

বড়দিনে সিনেমা হলে মুক্তি পাচ্ছে '83' (83) ৷ জানালেন বলিউডের অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ তবে মুক্তি পিছিয়ে গিয়েছে আমির খানের 'লাল সিং চাড্ডা'র (Laal Singh Chaddha)৷

Aamir Khan's Laal Singh Chaddha release rescheduled To Valentine's Day, Ranveer Singh's '83 To Release On this Christmas
বড়দিনে সিনেমা হলে আসছে রণবীরের 83, পিছোল লাল সিং চাড্ডার রিলিজ

মুম্বই, 26 সেপ্টেম্বর :একটা ভাল খবর, একটা খারাপ ৷ আগে ভালটাই দেওয়া যাক ৷ করোনা আবহ কাটিয়ে মুম্বইয়ের প্রেক্ষাগৃহ খোলার কথা ঘোষণা হতেই খুশির খবর শোনালেন বলিউডের অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ তিনি জানিয়েছেন, চলতি বছর বড়দিনে (Christmas) মুক্তি পাচ্ছে তাঁর দীর্ঘ প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা '83' (83)৷

তবে বড়দিনে আরও একটা বিগ বাজেট ফিল্ম মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে ৷ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) ঘোষণা করেছেন, তাঁর ফিল্ম 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) এই বড়দিনে রিলিজ করা সম্ভব হচ্ছে না ৷ তা মুক্তি পাবে সামনের বছর ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine's Day)৷

শনিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিবৃতি দিয়ে জানান, 22 অক্টোবরের পর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব সিনেমা হল ৷ এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আমির খান প্রোডাকশনসের তরফে ইনস্টাগ্রাম প্রোফাইলে জানানো হয় ছবির রিলিজ পিছিয়ে যাওয়ার কথা ৷ বিবৃতি দিয়ে লেখা হয়, "22 অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ অতিমারির সময় নানা কাজে দেরি হওয়ায় আমরা আমাদের ছবি লাল সিং চাড্ডা এই বড়দিনে রিলিজ করতে পারছি না ৷ লাল সিং চাড্ডা 2022 সালের ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে ৷"

আরও পড়ুন:Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

তবে এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সুখবর দেন রণবীর সিং ৷ তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানান, "সময় এসে গিয়েছে ৷ এই বড়দিনে প্রেক্ষাগৃহে আসছে 83 ৷ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লমে ৷"

চলতি বছর জুন মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ সেটা সম্ভবপর হয়নি ৷ তার আগেও বহু বার বদলাতে হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ করোনাকালে বেশ কয়েকটি বিগ বাজেট বলিউড ফিল্ম ওটিটি-তে রিলিজ করা হলেও 83-র নির্মাতারা ঘোষণা করেছিলেন, লকডাউনের পর প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি ৷ কবীর খান পরিচালিত এই ফিল্মে ক্রিকেট কিংবদন্তি কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে ৷ 1983 সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গল্প ফুটিয়ে তুলবে এই ফিল্ম ৷ ছবিতে রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন ক্যামিয়ো হিসেবে কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন ৷

আরও পড়ুন:Manish Malhotra : মণীশ মালহোত্রার হাউস পার্টিতে গেলেন কে কে ?

অপরদিকে, লাল সিং চাড্ডা হল টম হাংকসের ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক ৷ এই ছবিতে আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন করিনা কাপুর ও নাগা চৈতন্য ৷ 2020 সালের বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৷

আরও পড়ুন:Srijato Jayati: পুজোর গান হারিয়ে যায়নি: শ্রীজাত-জয়তী

ABOUT THE AUTHOR

...view details