পশ্চিমবঙ্গ

west bengal

আসছে জিও গিগা ফাইবার, ১০০ MBPS নেট স্পিড, আজীবন ফ্রি কল

By

Published : Aug 12, 2019, 8:44 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

বহু প্রতীক্ষিত গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছে রিলায়েন্স জিও ৷ আগামী ৫ সেপ্টেম্বর জিও-র তিন বছর পূর্তি । ওই দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু হবে । এতে 100 MBPS থেকে 1 GBPS পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা মিলবে ।

আসছে জিও গিগা ফাইবার, ১০০ MBPS নেট স্পিড, আজীবন ফ্রি কল

মুম্বই, 12 অগাস্ট : স্মার্ট লাইফ ৷ অফিসে থেকে বাড়ি ফেরেননি? কিন্তু ফোনেই দেখতে পাচ্ছেন, রেফ্রিজারেটরে কী আছে, আর কী নেই ৷ বাড়ি থেকে এসে কেউ ফিরে গেল কি না, ধরা পড়ছে CCTV-তে ৷ প্রিয় তারকার ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু কাজের এত চাপের মধ্যে প্রিমিয়ার শো যেতে পারবেন না ? তারও সমাধান রয়েছে ৷ বাড়িতে এসেই দেখতে পারবেন সেই ছবি ৷ কোনও গল্পকথা নয়, জিওর গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে আসছে এই সবকিছুই ৷

দেশের ডেটা পরিষেবার খোলনলচে আপাদমস্তক পাল্টে দিতে চলেছেন মুকেশ আম্বানি । বহু প্রতীক্ষিত গিগা ফাইবার অপটিকস পরিষেবা নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছে তাঁর সংস্থা রিলায়েন্স জিও ৷ মুম্বইয়ে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে সোমবার এমনই ঘোষণা করলেন মুকেশ ৷ সম্মেলনে তিনি ঘোষণা করেন, '' আগামী ৫ সেপ্টেম্বর জিও-র তিন বছর পূর্তি । ওই দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু করতে চলেছি আমরা । এতে 100 MBPS থেকে 1 GBPS পর্যন্ত গতিতে ইন্টারনেট পরিষেবা মিলবে । ''

রিলায়েন্স কর্তা জানান, সারা বিশ্বে যে দামে ডেটা পরিষেবা দেওয়া হয়, তার এক দশমাংশ দামে সাধারণ মানুষের কাছে জিও ফাইবার পরিষেবা পৌঁছে দেবেন তাঁরা । এতে ন্যূনতম খরচ পড়বে 700 টাকা । তাতে 100 MBPS গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ । খরচ পড়বে 700 টাকা থেকে 10 হাজার টাকা । সে ক্ষেত্রে 1 GBPS গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে । এর মাধ্যমে আজীবন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা । আবার মাসে অতিরিক্ত 500 টাকা দিলেই অ্যামেরিকা এবং কানাডায় আনলিমিটেড ISD কল করা যাবে ।

রিলায়েন্সের সঙ্গে চুক্তি হয়েছে এমন কোনও সংস্থার ছবি মুক্তি পেলে, প্রিমিয়ার শো দেখার জন্য আর প্রেক্ষাগৃহের বাইরে লাইন দিতে হবে না প্রিমিয়াম গ্রাহকদের । বরং বাড়িতে বসে নৈশভোজ সারতে সারতেই তা দেখা যাবে । তবে 2020-এর মাঝামাঝি সময় থেকে এই পরিষেবা মিলবে, যার নাম রাখা হয়েছে ‘জিয়ো ফার্স্ট ডে ফার্স্ট শো’।

Kolhapur (Maharashtra), Aug 12 (ANI): Minister of State (MoS) for Social Justice and Empowerment, Ramdas Athawale, on August 12 announced that he will be contributing Rs 50 lakh from his Member of Parliament Local Area Development Scheme (MPLADS) fund for flood victims of Kolhapur and Sangli in Maharashtra. Athawale also urged other MPs and MLAs to come forward to help flood victims in their respective constituencies.

Last Updated :Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details