পশ্চিমবঙ্গ

west bengal

Umrah Visa: তীর্থযাত্রীর সাজে ভিখারিদের পাঠাবেন না, আমাদের কারাগার উপচে পড়ছে: পাকিস্তানকে বলল সৌদি আরব

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 8:19 PM IST

Updated : Sep 28, 2023, 11:01 PM IST

Umrah Visa: তীর্থযাত্রীর সাজে ভিখারিদের না পাঠানোর জন্য পাকিস্তানের কাছে আবেদন জানাল সৌদি আরব ৷ তারা জানিয়েছে যে, তাদের কারাগারগুলি উপচে পড়ছে ৷ কারাগারে বন্দিদের মধ্যে অনেকেই পাকিস্তানি ৷

Umrah Visa
পাকিস্তানকে বলল সৌদি আরব

ইসলামাবাদ, 28 সেপ্টেম্বর:ফের মুখ পুড়ল পাকিস্তানের ৷ প্রতিবেশী দেশের বহু ভিখারি হজযাত্রার নাম করে মধ্যপ্রাচ্যে গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন, যার ফলে সৌদি আরবের মতো দেশগুলিতে উপচে পড়ছে কারাগারগুলি ৷ আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷

বুধবার বিদেশি পাকিস্তানিদের জন্য সেনেটের স্থায়ী কমিটির বৈঠকে বিদেশি পাকিস্তানিদের সচিব জিশান খানজাদা বলেন, "পাকিস্তানি ভিক্ষুকরা জিয়ারতের (তীর্থযাত্রা) নাম করে মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন । বেশিরভাগ মানুষ উমরাহ ভিসায় সৌদি আরবে যান এবং তারপর ভিক্ষা-সম্পর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হন ৷"

দৈনিক পত্রিকা দ্য ইন্টারন্যাশনাল নিউজ খানজাদাকে উদ্ধৃত করে বলেছে, মক্কার গ্র্যান্ড মসজিদের ভেতর থেকে গ্রেফতার হওয়া অধিকাংশই পাকিস্তানি নাগরিক । উল্লেখ্য, জ্বালানি এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির মধ্যে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির ফলে প্রবল অর্থনৈতিক সংকটের মুখোমুখি পাকিস্তান ৷

খানজাদা বলেন, "ইরাক ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তাঁদের কারাগারগুলি (অননুমোদিত চ্যানেলের মাধ্যমে পাকিস্তানি ভিক্ষুকদের দেশে প্রবেশের কারণে) উপচে পড়ছে ৷ এই সমস্যাটি এখন মানব পাচারের মধ্যে পড়ে ৷"

ওই আধিকারিক জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারে যথাক্রমে 16 লক্ষ এবং 2 লক্ষ পাকিস্তানি বসবাস করছেন ৷ তাঁর কথায়, "লোকেরা চাকরির সন্ধানে বিদেশে যেতে 50 লক্ষ টাকা দিতেও প্রস্তুত ৷"

সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানে 3.40 লক্ষ দক্ষ লোকের প্রয়োজন হওয়ার পরে মাত্র 200 জন পাকিস্তানি দ্বীপরাষ্ট্রে গিয়েছেন ৷ ইন্টারন্যাশনাল নিউজ বলেছে, পাকিস্তানের 50,000 বেকার ইঞ্জিনিয়ার ছিল বলে উল্লেখ করে জানানো হয়েছে, তাঁদের জাপানি ভাষায় প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে (এবং তাঁদের সেখানে পাঠাতে)।

সেক্রেটারি খানজাদা আরও বলেন যে, বহু সংখ্যক পাকিস্তানি বিদেশে বসবাস করা সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলির পিছনে রয়েছে পাকিস্তান ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:প্রযুক্তিগত আলোচনায় অংশ না-নিয়ে সন্ত্রাস বন্ধ করুক পাকিস্তান, রাষ্ট্রসংঘে পড়শি দেশকে পরামর্শ ভারতের

Last Updated : Sep 28, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details