পশ্চিমবঙ্গ

west bengal

King Charles III: 'আমার ডার্লিং মামা',জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রয়াত মাকে স্মরণ রাজা তৃতীয় চার্লসের

By

Published : Sep 10, 2022, 7:35 AM IST

Updated : Sep 10, 2022, 8:13 PM IST

রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II Death) মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজা হয়েছেন চার্লস ৷ শনিবার আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হবে (King Charles III of Britain) ৷ তাঁর আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি ।

ETV Bharat
ETV Bharat

লন্ডন, 10 সেপ্টেম্বর: 'ডার্লিং মামা', ব্রিটেনের নতুন রাজা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে এভাবেই স্মরণ করলেন প্রয়াত রানিকে ৷ এখন তিনি রাজা, রাজার রাজত্বে ৷ 8 সেপ্টেম্বর, শুক্রবার রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন ৷ ব্রিটিশ রাজপরিবারের রীতি অনুযায়ী তাঁর প্রথম পুত্র চার্লস এখন ব্রিটেনের 'রাজা তৃতীয় চার্লস' ৷ নিজের ভাষণে রাজা দেশবাসীকে 'আজীবন সেবা'র (Life Long Service) প্রতিশ্রুতি দিলেন (King Charles III pays tribute to Queen Elizabeth in his first address to nation) ৷

মাকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজা তৃতীয় চার্লস বলেন, "আমার ডার্লিং মামা, (My Darling Mama) আপনি একটা দারুণ জার্নি শুরু করেছেন ৷ স্বর্গত বাবার সঙ্গে আপনি মিলিত হবেন ৷ আমি শুধু এটা বলতে চাই- আপনার ভালবাসার জন্য কৃতজ্ঞ ৷ আমাদের পরিবার এবং দেশবাসীর পরিবারের প্রতি আপনি নিজেকে উৎসর্গ করেছেন ৷ এতগুলো বছর ধরে আপনি একভাবে সেবা করে গিয়েছেন ৷ আপনার আত্মার শান্তির জন্য দেবদূতরাও প্রার্থনা করবেন (flight of angles sing thee to thy rest) ৷"

আরও পড়ুন: বাকিংহাম প্যালেসে রাজকীয় প্রবেশ, শনিবার রাজা হবেন চার্লস

শোকাহত দেশকে তিনি মায়ের কথা মনে করিয়ে বলেন, "1947 সালে, তাঁর 21তম জন্মবার্ষিকীতে তিনি কমনওয়েলথের (Commonwealth) জন্য তাঁর জীবন নিবেদন করার প্রতিজ্ঞা নিয়েছিলেন ৷ কেপ টাউন থেকে সেই বক্তৃতা সম্প্রচার করা হয়েছিল ৷ "

চার্লস তাঁর মায়ের চলে যাওয়ায় স্বভাবতই শোকস্তব্ধ ৷ সেই দুঃখ জাতির সঙ্গে ভাগ করে নিয়ে রাজা বলেন, "গভীর দুঃখের সঙ্গে আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি ৷" মাকে 'হার ম্যাজেস্টি অফ কুইন' (Her Majesty the Queen) বলে সম্বোধন করেন তিনি বলেন, " মা আমার এবং পরিবারের সকলের জন্য অনুপ্রেরণা ৷ তাঁর জীবনে ভালোবাসা এবং স্নেহ দিয়ে সকলকে পথ দেখিয়েছেন। বাকিদের সঙ্গে তাঁর বোঝাপড়ার করার ক্ষমতাও ছিল শিক্ষণীয় । জীবনের চলার পথে এরকমই নানা উদাহরণ তৈরি করেছেন তিনি । আর তাই যে কোনও পরিবারের মতো আমরাও তাঁর কাছে ঋণী ৷"

Last Updated :Sep 10, 2022, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details