পশ্চিমবঙ্গ

west bengal

Blast Mosque in Afghanistan: নামাজ পড়ার সময় ফের আফগান মুলুকের মসজিদে বিস্ফোরণ, মৃত বহু

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 8:49 PM IST

Updated : Oct 13, 2023, 9:07 PM IST

তালিবানের তরফে জারি করা ফুটেজে দেখা গিয়েছে, বাঘলানের প্রাদেশিক রাজধানী পোল-ই-খোমরি শহরের মসজিদে লাল কার্পেট বিছানো মেঝেতে মসজিদের ধ্বংসাবশেষ, জিনিসপত্র এবং কাপড়ে ঢাকা মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

Etv Bharat
Etv Bharat

কাবুল, 13 অক্টোবর: আফগানিস্তানের উত্তরে নামাজের সময় একটি শিয়া মসজিদে শুক্রবার বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত কমপক্ষে 15 জন ৷ পুলিশের তরফে এই বিস্ফোরণের বিষয়ে নিশ্চিত করা হয়েছে ৷ পুলিশের মুখপাত্র বিস্ফোরণের ফলে হতাহতের বিষয় নিশ্চিত করেছেন ৷

তালিবানের তরফে জারি করা ফুটেজে দেখা গিয়েছে, বাঘলানের প্রাদেশিক রাজধানী পোল-ই-খোমরি শহরের মসজিদে লাল কার্পেট বিছানো মেঝেতে মসজিদের ধ্বংসাবশেষ, জিনিসপত্র এবং কাপড়ে ঢাকা মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বাঘলান পুলিশের মুখপাত্র শের আহমাদ বোরহানি জানিয়েছেন, বিস্ফোরণের বিষয়ে তিনি প্রাথমিক তথ্য দিলেও, বিস্তারিত পরে জানাবেন।

অন্যদিকে, তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণে কোনও পক্ষের তরফে দায় স্বীকার করা হয়নি ৷ তবে ঘটনার পিছনে দায়ী হতে পারে ইসলামিক স্টেট গ্রুপ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অতীতেও এই আইএসআইএস-রা বড় আকারের হামলা আফগানিস্তানে সংগঠিত করেছিল ৷ তাদের আক্রমণের মূল লক্ষ্য থেকেছে বরাবর সংখ্যালঘু শিয়ারা ৷

আরও পড়ুন: 'হামাসের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি', স্বীকারোক্তি ইজরায়েলের সেনা প্রধানের

আইএসের আঞ্চলিক সহযোগী, খোরাসান প্রদেশে ইসলামিক স্টেট নামে পরিচিত ৷ তালিবান 2021 সালের অগস্টে দেশের ক্ষমতা দখল করার পরে সারা দেশে মসজিদ এবং সংখ্যালঘুদের উপর হামলা আরও বেড়েছে বলেই অভিযোগ। 2014 সাল থেকে আফগানিস্তানে পরিচালিত আইএসকে দেশের তালিবান শাসকদের সামনে সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবেও দেখা হয়। আর দেশের দখল তালিবানদের হাতে যাওয়ার পর জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যাপক আক্রমণ শুরু হয়েছে বলে খবর ৷ আর তাতেই পালটা হামলার ঘটনাও বেড়েছে বলে দাবি করা হচ্ছে ৷ (এপি)

Last Updated : Oct 13, 2023, 9:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details