পশ্চিমবঙ্গ

west bengal

Biden Stands Beside Israel: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলকে 100 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য়ের আশ্বাস বাইডেনের

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 11:05 PM IST

যুদ্ধ বিধ্বস্ত গাজা এবং পশ্চিমাংশের জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের কথা ঘোষণা করেন বাইডেন। হামাসের নেতৃত্বাধীন প্য়ালেস্তাইনের একাধিক সংগঠনের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই ইজরায়েলের প্রতি সমর্থন প্রকাশের জন্য সংহতি সফরে তেল আবিবে এসে পৌঁছন বাইডেন ৷ আর সেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরই এমন মন্তব্য শোনা গেল তাঁর গলায় ৷

Etv Bharat
Etv Bharat

তেল আভিভ, 18 অক্টোবর:মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জানিয়েছেন, তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেন যাতে ইজরায়েল এবং প্যালেস্তাইনের জনগণ উভয়েই নিরাপদে এবং শান্তিতে বসবাস করতে পারে ৷ একই সঙ্গে, মার্কিন প্রেসিডেন্ট এদিন ইজরায়েলে দাঁড়িয়েই, যুদ্ধ বিধ্বস্ত গাজা এবং পশ্চিমাংশের জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের কথা ঘোষণা করেন।

হামাসের নেতৃত্বাধীন প্য়ালেস্তাইনের একাধিক সংগঠনের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই ইজরায়েলের প্রতি সমর্থন প্রকাশের জন্য সংহতি সফরে তেল আভিভে এসে পৌঁছন বাইডেন ৷ আর সেখানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরই এমন মন্তব্য শোনা গেল তাঁর গলায় ৷ তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের মতো দেশগুলিকে শুধুমাত্র ক্ষমতার উদাহরণ দিয়ে পরিমাপ করা হয় না। আমাদের উদাহরণের শক্তি দ্বারা পরিমাপ করা হয়, আর সেই কারণেই এটি যত কঠিনই হোক না কেন, আমাদের অবশ্যই শান্তি অনুসরণ করতে হবে ৷"

বাইডেন বলেন, "আমাদের অবশ্যই এমন একটি পথ অনুসরণ করতে হবে যাতে ইজরায়েল এবং প্য়ালিস্তাইনের জনগণ উভয়ই নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং শান্তিতে বসবাস করতে পারে ৷" বাইডেন জানান, সাম্প্রতিক আক্রমণগুলি তাঁকে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য প্রচেষ্টার ক্ষেত্রে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। বাইডেন বলেন, "আমাদের অবশ্যই প্রতিবেশীদের সঙ্গে ইজরায়েলের বৃহত্তর একত্রীকরণের জন্য কাজ চালিয়ে যেতে হবে। এই আক্রমণগুলি কেবলমাত্র আমাদের প্রতিশ্রুতি, সংকল্প সম্পন্ন করার জন্য ইচ্ছাকে আরও শক্তিশালী করেছে ৷"

ইজরায়েলের পাশাপাশি একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের অস্থির অঞ্চলে স্থায়ী শান্তির জন্য সর্বোত্তম সমাধান হিসাবে দীর্ঘকাল ধরে প্রস্তাব করা হয়েছে। তবে সমাধানের পথে সবচেয়ে বড় বাধা দুই রাজ্যের সীমানা। বুধবার 57 সদস্যের অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এটি 4 জুন 1967-এর সীমানায় প্য়ালেস্তাইনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মূর্ত প্রতীককে সমর্থন করে ৷ যার রাজধানী আল-কুদস (পূর্ব জেরুলেম) রয়েছে।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বাইডেন লেখেন, গাজা এবং পশ্চিমাংশের এক মিলিয়নেরও বেশি মানুষ ঘরছাড়া ৷ আক্রান্ত প্যালেস্তাইনদের সহায়তার জন্য মানবিক সহায়তার জন্য 100 মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে ৷ বাইডেন বলেন, "আমাদের কাছে এমন ব্যবস্থা থাকবে যাতে এই সাহায্য যাদের একান্ত প্রয়োজন তাদের কাছে পৌঁছয় ৷ হামাস বা সন্ত্রাসী গোষ্ঠীদের কাছে যেন না যায় ৷"

তিনি অন্য একটি পোস্টে লিখেছেন, "আমি বিশ্বাস করি প্য়ালেস্তাইনদের সিংহভাগ হামাস নয়। তেমনই হামাস প্য়ালেস্তাইন জনগণের প্রতিনিধিত্বও করে না ৷" গত 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন দলগুলি ইজরায়েলের উপর স্থল, সমুদ্র এবং আকাশ থেকে একটি নজিরবিহীন বহুমুখী আক্রমণ শুরু করে ৷ যার জেরে এখনও পর্যন্ত এক হাজার 400 জনেরও বেশি লোক নিহত হয়েছে ৷

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details