পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনার খবর করে চার বছর জেল চিনা সাংবাদিকের

By

Published : Dec 28, 2020, 7:34 PM IST

ঝ্যাং-কে রাখা হয়েছে সাংহাইয়ের একটি জেলে। সেখানেই তিনি আপাতত অনশন করছেন। তাঁর অনশন ভাঙার জন্য জোর করা হচ্ছে বলেও অভিযোগ।

China jails citizen journalist over Wuhan Covid reports
কোরোনার খবর করে চিনে চার বছর জেল সাংবাদিকের

বেজিং, 28 ডিসেম্বর: উহানে কোরোনা ভাইরাস নিয়ে খবর করার জেরে সাংবাদিক ঝ্যাং ঝানকে চার বছরের কারাদণ্ড দেওয়া হল । চলতি বছরের মে মাসে তাঁকে আটক করা হয়। তিনি যখন উহানে কোরোনা নিয়ে একটি লাইভ স্ট্রিমিং করছিলেন তখনই তাঁকে আটক করা হয়। এর পর সোমবার তাঁকে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হংকং ফ্রি প্রেস।

তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি কোরোনা সংক্রমণের শুরুর দিকে "সমস্যা ও ঝামেলা" তৈরি করতে চাইছিলেন। যদিও তিনি বিচারে অংশগ্রহণ করতে চাননি। এই ঘটনাকে তিনি অপমান হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন এক আইনজীবী রেন কোয়ানিনু। ঝ্যাং নিজেও একজন আইনজীবী ছিলেন। তাঁকে এখন রাখা হয়েছে সাংহাইয়ের একটি জেলে। সেখানেই তিনি আপাতত অনশন করছেন। তাঁর অনশন ভাঙার জন্য জোর করা হচ্ছে বলেও অভিযোগ।

আরও পড়ুন:চিনে ছুরির হামলায় হত 7

এদিকে সোমবার সাংহাইয়ের পুডং নিউ ডিস্ট্রিক্ট পিপলস কোর্টের বাইরে ঝ্যাংয়ের অনেক অনুরাগী ও সাংবাদিক, কূটনীতিকরা ভিড় জমিয়েছিলেন । কিন্তু কাউকেই আদালতের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাৎপর্যপূর্ণভাবে এই রায় দেওয়া হল এমন একটা সময় যার কিছু দিনের মধ্যে চিনে আসার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের ।

ABOUT THE AUTHOR

...view details