পশ্চিমবঙ্গ

west bengal

Roopa Ganguly Exclusive: রাজনীতির কারণেই এতকাল অভিনয় থেকে দূরে সরে ছিলেন রূপা

By

Published : Jan 15, 2023, 5:01 PM IST

Updated : Jan 15, 2023, 7:07 PM IST

রাজনীতির কারণেই এতদিন অভিনয় থেকে দূরে সরে ছিলেন ৷ ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে (Roopa Ganguly Exclusive) এ কথা জানালেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)৷

Roopa Ganguly ETV Bharat
রূপা গঙ্গোপাধ্যায়

রূপা গঙ্গোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকার

কলকাতা, 15 জানুয়ারি:মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন দ্রৌপদী হিসেবে ৷ এ ছাড়াও বেশ কয়েকটি ধারাবাহিক ও ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন ৷ এই জগৎ থেকে বিরতি নিয়ে রাজনীতির আঙিনায় তাঁর ব্যস্ততা বাড়ে ৷ তবে আবারও অভিনয়ে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)৷ দীর্ঘ বিরতির পর ফের বাংলা ধারাবাহিকে দেখা যাবে তাঁকে । তিনি ইটিভি ভারতকে (Roopa Ganguly Exclusive) জানিয়েছেন যে, রাজনীতিক কারণেই এতদিন অভিনয় থেকে দূরে সরে ছিলেন ৷

তাঁর আগের বাংলা ধারাবাহিকের তালিকায় রয়েছে 'মুক্তবন্ধ', 'জন্মভূমি', 'ইঙ্গিত', 'দ্রৌপদী', 'তিথির অতিথি'। 'ইঙ্গিত' তাঁর বিশেষ পছন্দের ধারাবাহিক বলে জানালেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি বহু হিন্দি ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে । তালিকায় রয়েছে 'মহাভারত', 'কানুন', 'চন্দ্রকান্ত', 'করম আপনা আপনা', 'কস্তুরি', 'অগলে জনম মোহে বিটিয়া হি কিজো'। হিন্দি ধারাবাহিক 'মহাভারত'-এ দ্রৌপদী চরিত্রের জন্য 'স্মিতা পাতিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড' থেকে শুরু করে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী ।

মৃণাল সেন, অপর্ণা সেন, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত, অনুরাগ বসুর মতো খ্যাতনামা সুদক্ষ পরিচালকের সঙ্গে কাজ করেছেন রূপা গঙ্গোপাধ্যায় । কখনও হয়েছেন 'পদ্মানদীর মাঝি'-র কপিলা কখনও আবার 'অন্তরমহল'-এর মহামায়া ৷ অসংখ্য ছবিতে দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন তিনি । এরপর বেশ অনেক বছর পর্দা থেকে বিরতি নিয়েছিলেন । যুক্ত হয়ে পড়েন সরাসরি রাজনীতির সঙ্গে । বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদও হন রূপা ৷

আরও পড়ুন:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী ? প্রশ্ন রূপা'র

তবে বিরতি কাটিয়ে তিনি আবার ফিরলেন নিজের ভালোবাসার জায়গায় । লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাঁধনে অনেকদিন পর বাঁধা পড়ছেন রূপা গঙ্গোপাধ্যায় । সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় 'মেয়েবেলা' ধারাবাহিকে মিত্র বাড়ির মেজো বউয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি । তাঁর সঙ্গে অভিনয় করবেন স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল, বিপ্লব চক্রবর্তী, সাহানা সেন, শ্রেয়া ভট্টাচার্য, চিত্রা সেন-সহ আরও অনেকে । মেয়েরা কি সত্যিই মেয়েদের শত্রু ? কেমন ছিল রূপা গঙ্গোপাধ্যায়ের মেয়েবেলা ? রাজনীতির কারণেই কি এতদিন পর্দা থেকে দূরে সরে থাকা তাঁর ? অভিনেত্রী নিজেই সাফ জানালেন ইটিভি ভারতকে ।

Last Updated : Jan 15, 2023, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details