পশ্চিমবঙ্গ

west bengal

তিনে পা ভামিকার, মেয়ের জন্মদিনের জন্যই ম্যাচ থেকে ছুটি বিরাটের!

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 1:56 PM IST

Vamika 3rd birthday: ভারত-আফগানিস্তান টি-20-এর প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি ৷ মেয়ে ভামিকার জন্মদিনের জন্যই কী ছুটি নিলেন ক্রিকেট তারকা ? এমনই কৌতুহল নেটপাড়ায় ৷

Etv Bharat
মেয়ের জন্মদিন, ম্যাচ থেকে ছুটি বিরাটের!

হায়দরাবাদ, 11 জানুয়ারি: দেখতে দেখতে তিনে পা ভামিকার ৷ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রাণভ্রমরার জন্মদিন আজ ৷ বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের প্রথম টি-20 ম্যাচে নামছে ভারত ৷ কিন্তু ব্যক্তিগত কারণের জন্য সেই ম্যাচ থেকে সরে দায়িয়েছেন কোহলি ৷ তারপর থেকেই অনুরাগীদের বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ প্রিন্সেসের জন্মদিনেই জন্যই কি খেলা থেকে ছুটি নিয়েছেন বিরাট ? তা জানতেই কৌতূহল নেটপাড়া ৷

2021 সালের 11 জানুয়ারি বিরাট-অনুষ্কার কোলে আসে ভামিকা ৷ এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছিলেন ভামিকা নামের অর্থ দেবী দুর্গা ৷ জন্মের পর পাপারাৎজিদের থেকে নিজেদের কন্যাসন্তানকে দূরেই রেখেছিলেন তারকা দম্পতি ৷ পরবর্তী সময়ে ভামিকার সঙ্গে কাটানো টুকরো টুকরো মুহূর্ত তাঁরা শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে মেয়েকে জীবনের চালনাশক্তি, হাসির কারণ, ভালো থাকার কারণ বলে বারবার উল্লেখ করেছেন মা অনুষ্কা ৷

ভামিকার তিন বছরের জন্মদিনে সোশাল মিডিয়ায় অনুরাগীরা যেমন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তেমনই বিরাটের ম্যাচ থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন ৷ কেউ লিখেছেন, "সমালোচকরা টি 20-তে বিরাটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, সাংবাদিকরা তাঁদের এজেন্ডা তৈরি করছেন তাঁকে নিয়ে ৷ ঠিক সেই সময়ে কিং বিরাট কোহলি লিটল প্রিন্সেসের জন্মদিনের জন্য প্রথম ম্যাচ মিস করলেন ৷"

আবার কেউ লিখেছেন, "এটা বিরাট কোহলির ব্যক্তিগত বিষয় ৷ 10-12 বছর তিনি ক্রিকেটকে সময় দিয়েছেন ৷ এবার যদি তিনি নিজের মেয়ে ভামিকার জন্য সময় বের করেন, তাতে সমস্যা কোথায় ?" আর এক অনুরাগী সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার মনে আছে, এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন, অনেকটা সময় তিনি তাঁর বাবাকে ছাড়া ছিলেন ৷ জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তিনি বাবাকে কাছে পাননি ৷ তাই তিনি পিতৃত্বের স্বাদ নিতে চান পুরোপুরি ৷ ভামিকার সঙ্গে কোনও বিশেষ দিন, বিশেষ মুহূর্ত তিনি মিস করতে চান না ৷"

উল্লেখ্য, দ্বিতীয়বার সন্তানসম্ভবা অনুষ্কা, এই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে বলিউডের অন্দরে ৷ তবে অনুষ্কা বা বিরাট কেউই অফিসিয়ালি কোনও কিছু জানাননি ৷ আপাতত ভামিকার তিন বছরের জন্মদিনে 'বিরুষ্কা' ৷

আরও পড়ুন:

1. ইরার কপালে ভালোবাসার চুম্বন নূপুরের, শুভেচ্ছা অনুরাগীদের

2.একসময়ে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন অস্কারজয়ী এআর রহমান!

3.সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?

ABOUT THE AUTHOR

...view details