ETV Bharat / entertainment

ইরার কপালে ভালোবাসার চুম্বন নূপুরের, শুভেচ্ছা অনুরাগীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:52 AM IST

Ira-Nupur wedding: সামাজিক নিয়ম মেনে সাত পাকে বাঁধা পড়লেন ইরা খান ও নূপুর শিখারে ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি আসতেই শুভেচ্ছা অনুরাগীদের ৷ বিয়ের পর ইরার কপালে মিষ্টি চুম্বন নূপুরের ৷ ভালোবাসার ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

Etv Bharat
সাত পাকে বাঁধা পড়লেন ইরা খান ও নূপুর শিখারে

হায়দরাবাদ, 11 জানুয়ারি: চারিদিকে আলোর রোশনাই, ফুলের বাহার ৷ ভেসে আসা সানাইয়ের সুরে রূপকথার মতো বিয়ের সাক্ষী থাকল উদয়পুরের তাজ আরাভালি রিসর্ট ৷ রেজিষ্ট্রি বিয়ের পর সামাজিক রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইরা খান ও নূপুর শিখারে ৷ বুধবার খ্রিষ্টানমতে বিয়ে সারেন তাঁরা ৷ বিয়ের সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কাছের বন্ধু ও আত্মীয়রা ৷ স্ত্রী-র কপালে চুম্বনের পাশাপাশি 'তুম হো তো' গানে নাচও করলেন নবদম্পতি ৷

তাঁদের নাচের সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ মিষ্টি সেই ক্লিপিংস দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷ বিয়ের সাজে ইরাকে দেখে অনুরাগীরা 'মিষ্টি' বলে অভিহিত করেছেন ৷ অনেকে জানিয়েছেন ইরা-নূপুর 'মেড ফর ইচআদার' ৷ ইরা বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন সাদা রঙের গাউন ৷ মাথায় ফুল দেওয়া ব্যান্ড ও পিছন দিয়ে চুল সুন্দর করে বাঁধা ৷ অন্যদিকে, নূপুর পরেছিলেন ধূসর রঙের ব্লেজার-প্যান্ট, ভিতরে সাদা শার্ট ৷

অন্যএকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ইরা হাতে ফুলের বোকে নিয়ে গ্র্যান্ড ইন্ট্রি নিচ্ছেন ৷ তিনি এগিয়ে আসছে নূপুরের দিকে ৷ উপস্থিত পরিজন-বন্ধুরা ইরার পথে দিচ্ছেন ফুল ছড়িয়ে ৷ আর একটি ভিডিয়োতে উঠে এসেছে আমির খান, রীনা দত্ত ও পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দি হচ্ছেন নবদম্পতি ৷ তাঁদের দেখা যায় ইমরান খান ও বান্ধবী লেখা ওয়াশিংটনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে ৷

7 জানুয়ারি থেকেই উদয়পুরে শুরু হয়ে গিয়েছিল আমির কন্যার বিয়ের তোড়জোড় ৷ মুম্বইতে রেজিষ্ট্রি ম্যারেজ সেরেই তাঁরা পরিবারের সকলকে নিয়ে উপস্থিত হন উদয়পুরে ৷ পাজামা পার্টি, মেহেন্দি সেরমনির ছবি নিজেই শেয়ার করেছিলেন ইরা ৷ 9 জানুয়ারি ছিল সঙ্গীত সেরেমনি ৷ এরপর বুধবার অর্থাৎ 10 তারিখ বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইরা-নূপুর ৷ এরপর নবদম্পতি মুম্বই ফিরে এসে দেবেন গ্র্যান্ড রিসেপশন পার্টি ৷ যেখানে বলিউডের একাধিক তারকা উপস্থিত থাকতে চলেছেন ৷ সূত্রের খবর, যার মধ্যে থাকছেন সলমন খান, জুহি চাওলা, অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, করণ জোহর, রাজকুমার হিরানী, আশুতোষ গোয়ারিকর ও করিনা কাপুর খান-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন:

1. এক হাজারোঁ মে মেরি বহেনা হ্যায়, ইরার সঙ্গীতে আজাদের গান মন ছুঁয়ে গেল নেটিজেনদের

2. সামনেই 'ম্যায় অটল হুঁ' মুক্তি, তার আগে অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! কিন্তু কেন?

3. চলতি বছরই প্রেক্ষাগৃহে আসছে 'কালকি 2898এডি'! নয়া ঘোষণা নিয়ে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.