পশ্চিমবঙ্গ

west bengal

'সোহাগে আদরে...' নতুন বছরকে স্বাগত অনুপমের, মাউথ অর্গ্যানে সৃজিত

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 3:31 PM IST

New Year Celebration: 2024 সালকে গানে গানে স্বাগত জানালেন অনুপম-যীশু-সৃজিত ৷ বর্ষবরণের পার্টিতে অনুপম-সৃজিতের যুগলবন্দি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ মুগ্ধ অনুরাগীরাও ৷

Etv Bharat
নতুন বছরকে স্বাগত অনুপম-সৃজিত-যীশুর

কলকাতা, 1 জানুয়ারি: পুরনো বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের আনন্দ উদযাপনে মেতে উঠল তিলোত্তমা ৷ 31 ডিসেম্বরের রাতটা আর পাঁচজনের মতোই নাচে, গানে আর খানাপিনায় মেতে উঠেছিল টলিপাড়ার তারকারাও। যিশু সেনগুপ্তর ও নীলাঞ্জনা সেজগুপ্তর বাড়িতে বসেছিল থার্টি ফার্স্ট ইভের আড্ডা। হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়, সৌরভ দাস, দর্শনা বণিক থেকে শুরু হরে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের সদস্য সহ ইন্ডাস্ট্রির আরও বহু বিশিষ্টজন। গানে-আড্ডায় জমজমাট আনন্দের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মাধ্যমে ৷

যিশুর বাড়িতে গানের আসরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'প্রাক্তন' ছবির 'শহর' এবং 'বেলাশুরু' ছবির 'সোহাগে আদরে', গানটির সঙ্গে মাউথ অর্গ্যান বাজান সৃজিত। প্রাণখোলা এই আড্ডা নিয়ে উইন্ডোজ পরিবারের অন্যতম সদস্যা জিনিয়া সেন বলেন, "ক্রিয়েটিভ মানুষদের বন্ধুত্ব একেই বলে।" সৃজিত মাউথ অর্গ্যান বাজাতে গিয়ে একবারও ভাবেননি ছবির পরিচালক অন্য কেউ। অনুপমকে গিটার বাজিয়ে গাইতে শোনা যায় 'দশম অবতার' ছবির "আমি সেই মানুষটা আর নেই।"

এদিন যিশু সেনগুপ্তর বাড়িতে বসেছিল আড্ডার পাশাপাশি গানের আসর। হাতে গিটার তুলে কণ্ঠ দিলেন অনুপম রায়। মাউথ অর্গ্যানে সঙ্গত দিলেন সৃজিত। দীর্ঘ সময় ধরেই সৃজিতের সঙ্গে অনুুপমের বন্ধুত্ব অটুট ৷ সেই ছাপ ধরা পড়ে কাজের জগতেও ৷ সৃজিতের আসন্ন বাংলা ছবি 'টেক্কা'র সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম। এর আগে সৃজিতের ছবি 'দশম অবতার'-এ অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া 'বাউন্ডুলে ঘুড়ি' ইতিমধ্যেই জনপ্রিয় নেটপাড়ায় ৷ সেই গান আবার কিছুদিন আগেই রেকর্ড করেছেন অনুপমও ৷

আগামী পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে ছবি বানাতে চলেছেন সৃজিত। দুই মুখোপাধ্যায় মিলে কী বানাতে চলেছেন, তা জানতে হলে অপেক্ষা করতে হবে, আরও বেশ কিছুদিন ৷ সৃজিত মুখোপাধ্যায় নিজেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আহ্লাদে মাখা ছবি পোস্ট করে আভাস দিয়েছেন যে তাঁরা 2024-এর পুজোতে আসছেন নতুন কোনও চমক নিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details