ETV Bharat / entertainment

'নতুন বছর দারুণ কাটান', 'সালার'-এর সাফল্যের পর ফ্যানেদের শুভেচ্ছা প্রভাসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 12:25 PM IST

Prabhas New Year Wish: সালার: পার্ট ওয়ান-সিজফায়ার' ছবির বিপুল সাফল্যের পর নতুন বছরে ফ্যানেদের শুভেচ্ছা জানালেন দক্ষিণি অভিনেতা প্রভাস ৷

Prabhas extends New Year wishes
'সালার'-এর সাফল্যের পর ফ্যানেদের শুভেচ্ছা প্রভাসের

হায়দরাবাদ, 1 জানুয়ারি: প্রভাস সাধারণত সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকতে ভালোবাসেন না ৷ বিশেষ কোনও ঘটনা ঘটলে তবেই তিনি শেয়ার করেন সোশালে ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ নতুন বছরে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে সোশালে হাজির অভিনেতা ৷ 'সালার: পার্ট ওয়ান-সিজফায়ার' ছবির হাত ধরে আবার নিজের সিংহাসনে কামব্যাক করেছেন প্রভাস ৷

প্রশান্ত নীলের এই ছবি ইতিমধ্যেই ভারতে 350 কোটি টাকা আয় করে ফেলেছে ৷ বিশ্বব্যাপী আয়ের হিসেব কষলে ইতিমধ্যেই 550 কোটির দুয়ারে পৌঁছে গিয়েছে এই ছবি ৷ বাহুবলী স্টারের গত কয়েকটা ছবি সেভাবে দর্শকের মনে দাগ কাটতে পারেনি ৷ বিশেষত, অ্যাকশন হিরো হিসেবে পরিচিত প্রভাসকে রামের চরিত্রে অনেকেই মেনে নিতে পারেননি ৷ আদিপুরুষ ছবির ব্যর্থতা কাটিয়ে অবশ্য় ঘুরে দাঁড়িয়েছেন প্রভাস ৷ শাহরুখ খানের 'ডাঙ্কি'র সঙ্গে সম্মুখ সমরে নেমেও বক্স অফিসের দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছে তাঁর ছবি ৷

সোমবার তাঁর 10 মিলিয়ন ইনস্টা ফলোয়ার ও বিশ্বব্যাপী অগুনতি অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "আমি এখন খানসারের ভাগ্য নির্ধারণে ব্যস্ত ৷ আপনারা অর্থাৎ আমার সমস্ত কাছের মানুষরা একটা অসাধারণ নতুন বছর কাটান ৷" তিনি এও লেখেন, "আপনাদের ধন্যবাদ সালার-কে এতোটা ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়ার জন্য় ৷ আর এই ছবির দুরন্ত সাফল্যের সঙ্গী হওয়ার জন্য ৷"

প্রভাস এখন ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি 'কল্কি 2898এডি'-র কাজ নিয়ে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন ৷ এই সাই-ফাই অর্থাৎ কল্পবিজ্ঞান আশ্রিত ছবিতে তাঁকে দেখা যাবে দিশা পাটানি, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ থাকবেন কমল হাসানও ৷ এছাড়াও হাতে রয়েছে আরও একটি ছবি ৷ ছবিটি পরিচালনা করতে চলেছেন মারুতি দাশারি ৷ এই ছবির নাম অবশ্য এখনও সামনে আনেননি পরিচালক ৷

আরও পড়ুন:

  1. চিরঘুমের দেশে সিনে জগতের তারকারা, দেখে নেব একনজরে
  2. নজরকাড়া বলি তারকাদের ওটিটি জার্নি, ছাপ ফেললেন করিনা করিশ্মা থেকে পঙ্কজ সিদ্ধার্থ
  3. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.