পশ্চিমবঙ্গ

west bengal

'আমার বস' ছবির অফার আমার কাছে সান্তার উপহার: শ্রুতি দাস

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:55 PM IST

Bengali Film Amar Boss: ছোট পর্দা থেকে এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের হাত ধরে বড় পর্দায় পা রাখতে চলেছেন শ্রুতি দাস। নতুন এই ছবির নাম 'আমার বস'। রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রাখী গুলজার ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 4 জানুয়ারি:বড় পর্দায় পা রাখতে চলেছেন শ্রুতি দাস। বড় পর্দায় তাঁর অভিষেক ঘটতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে । এই ছবিতেই অন্য একটি চরিত্রে অভিনয় করবেন রাখী গুলজার। অনেক বছর পর বাংলা ছবিতে অভিনয় করবেন রাখী গুলজার। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ছবির নাম 'আমার বস'।

'রাঙা বউ' ধারাবাহিক শেষ হতেই নতুন কাজের খবর পেয়েছিলেন শ্রুতি। 'রাঙা বউ'কে তাই লাকি সিরিয়াল মনে করছেন তিনি। এই ধারাবাহিকের পর্ব শেষ হওয়ার পর বসে থাকতে হয়নি শ্রুতিকে। ডাক পেলেন ইন্ডাস্ট্রির নামজাদা প্রযোজনা সংস্থার কাছ থেকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আসন্ন ছবি 'আমার বস'-এ অভিনয় করবেন শ্রুতি। বড় পর্দায় অভিষেকের লগ্ন এহেন ছবির মাধ্যমে হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি শ্রুতি ।

অভিনেত্রীর সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "রাঙা বউ শেষ হওয়ার ঠিক 10 দিন পর আমার কাছে ছবিটার জন্য অফার আসে। না করার তো কোনও প্রশ্নই ছিল না । 24 ডিসেম্বর আমি অফারটা পাই । তাই এটা সান্তার গিফট বলে মনে করি আমি । একই সঙ্গে নিউ ইয়ার গিফটও বটে । একে তো শিবপ্রসাদদা এবং নন্দিতাদি'র প্রযোজনা সংস্থা, পাশাপাশি রাখী গুলজারের মতো একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে আমি অভিনয় করব এটা ভেবেই আমি আপ্লুত। আছেন শ্রাবন্তীদিও । সবমিলিয়ে দারুণ অনুভূতি। উইন্ডোজের অফিস থেকে আমাকে ফোন করা হয়েছিল। মুহূর্তটা ভোলার নয় ।"

টেলিপর্দায় শ্রুতির জার্নি শুরু 'ত্রিনয়নী' ধারাবাহিকের হাত ধরে। এরপর 'দেশের মাটি' এবং তার পরে 'রাঙা বউ'তে অভিনয় করেন তিনি। প্রত্যেকটিতেই নিজের অভিনয়শৈলী বুঝিয়ে দেন শ্রুতি। একাধিকবার টিভিতে মহালয়ার অনুষ্ঠানে মা কালীর চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি শ্রুতি দাসের সঙ্গীত প্রতিভা এবং নৃত্যশৈলী সম্বন্ধে বাংলা টেলিভিশনের দর্শক ওয়াকিবহাল।

আজকের শ্রুতি দাস হয়ে ওঠার পথটা একেবারেই মসৃণ ছিল না কাটোয়ার মেয়ের। 'ত্রিনয়নী' ধারাবাহিকের জন্য অডিশন দিতে এসে প্রথমদিন ফিরে যেতে হয় শ্রুতিকে। কিন্তু ভাগ্যের লিখন মুছবে কার সাধ্য? এক রাতের মধ্যেই ফোনে অডিশন । আর তারপরেই শুরু হল টেলিসফর । যে সফর দর্শকের ঘরের মেয়ে করে তুলেছে তাঁকে । 5 জানুয়ারি থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনাতে 'আমার বস'-এর শুটিং শুরু করবেন শ্রুতি।

আরও পড়ুন:

  1. 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়
  2. মুক্তির পথে 'বিজয়ার পরে', নতুন অবতারে হাজির স্বস্তিকা
  3. 'ইয়ে দোস্তি' থেকে 'রুবি রায়', পঞ্চম-ম্যাজিকে আজও রঙিন স্মৃতির ক্যানভাস

ABOUT THE AUTHOR

...view details