ETV Bharat / entertainment

'ইয়ে দোস্তি' থেকে 'রুবি রায়', পঞ্চম-ম্যাজিকে আজও রঙিন স্মৃতির ক্যানভাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 10:38 AM IST

Updated : Jan 4, 2024, 10:53 AM IST

Songs of R D Burman: আজকের দিনেই সুরের কিংবদন্তি রাহুলদেব বর্মণকে হারিয়েছিল সঙ্গীতজগৎ ৷ গানে গানে তিনি আজও রয়ে গিয়েছেন সকলের হৃদয়ে ৷ দেখে নেওয়া যাক তেমনই কিছু গান ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 4 জানুয়ারি: রাহুলদেব বর্মণ, সুরের জগতে তিনি কিংবদন্তি ৷ বাবা শচিনদেব বর্মণের সুযোগ্য় উত্তরসূরী ৷ যদিও শচিন কর্তা সলিল চৌধুরীকে বলেছিলেন, "ও আমার পোলা, তোমার চেলা ৷" কিন্তু চেলা যাঁরই হন না কেন গানের জগতে আজও এই ওস্তাদ চিরস্মরণীয় হয়ে রয়ে গিয়েছেন ৷ 1994 সালের এই দিনেই সঙ্গীতপ্রেমীদের কাঁদিয়ে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় পঞ্চমদা ৷ তাঁর এই পঞ্চম নামটির পিছনেও রয়েছে ইতিহাস ৷ রাহুলদেবের জন্মের পর তাঁকে দেখতে এসেছিলেন অভিনেতা অশোক কুমার ৷ সেসময় তাঁকে কাঁদতে দেখে বলেছিলেন, "বা এতো বেশ পঞ্চম সুরে কাঁদছে ৷" সেই থেকেই রাহুলের ডাকনাম হয়ে যায় পঞ্চম ৷ আজও তাঁর গান সঙ্গীতপ্রেমীদের প্লেলিস্টের নিত্যসঙ্গী ৷ আসুন আজ তাঁর প্রয়াণদিবসে দেখে নেওয়া যাক এমনই কিছু গান ৷

ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে: সুরের অনুরাগীদের সঙ্গে রাহুলদেব বর্মণের 'দোস্তি' থেকে যাবে আজীবন ৷ এই গানে যেন সে বার্তাই দিয়েছিলেন সুরকার ৷ ছবির নাম 'শোলে' ৷ সালটা 1975 ৷ কণ্ঠে কিশোর কুমার-মান্না দে আর পর্দায় অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র ৷ সুপারহিট এই গান আজও অনেকেই গুনগুন করে ওঠেন অজান্তেই ৷ গানটির কথা লিখেছিলেন আনন্দ বক্সী ৷

ইয়ে লড়কা হায় আল্লা: ঠিক দু'বছর পর আবার একটি অসামান্য হিট নিয়ে হাজির আরডি ৷ এবার কণ্ঠে মহম্মদ রফি এবং আশা ভোঁসলে ৷ কলমে মজরু সুলতান পুরী ৷ ছবির নাম 'হাম কিসিসে কম নেহি' ৷ ঋষি কাপুর এবং কাজল কিরণের অভিনীত ছবির এই গান পরেও বহুবার ব্যবহৃত হয়েছে নানা ভাবে ৷ আজও ইউটিউবে 26 লক্ষের বেশি মানুষ শুনেছেন এই গানটি ৷ জনপ্রিয়তাই বলে দেয় একসময় ঠিক কতখানি মন কেড়েছিলেন রাহুলদেব ৷

কেয়া হুয়া তেরা ওয়াদা: একই ছবির এই গানটিও লিখেছিলেন মজরু সুলতানপুরী ৷ আর তার ওপর রাহুলের অসামান্য সুর ৷ গানটির জন্য় 'বেস্ট প্লে ব্যাক সিঙ্গার' হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন মহম্মদ রফি ৷

ও মেরে দিলকে চ্যায়ান: ছবির নাম 'মেরে জীবন সাথী' ৷ পরিচালক রবি নাগআইচের এই ছবিতেও সুরকারের দায়িত্বে ছিলেন রাহুলদেব ৷ আর রাহুল-কিশোর জুটি মানেই তো সুপারহিট ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ 'ও মেরে দিলকে চ্যায়ান' গানেরও লেখক ছিলেন মজরু সুলতানপুরী ৷

মনে পড়ে রুবি রায়: এই একই সুরে একটি হিন্দি গানও তৈরি করেছিলেন রাহুল দেব বর্মণ ৷ গানটির হিন্দি ভার্সানও বিপুল জনপ্রিয়তা পায় কিশোর কুমারের কণ্ঠে ৷ কিন্তু বাংলায় ক্লাট গানের তালিকায় আজও অমর 'মনে পড়ে রুবি রায়' ৷ শচিন ভৌমিকের কথায় নিজের সুরে এই গানে কণ্ঠ দেন রাহুলদেব ৷

মেরি ভিগি ভিগি সি: 'অনামিকা' ছবির জন্য় 1973 সালে এই গানটি তৈরি করেন পঞ্চম ৷ কণ্ঠে সেই কিশোর কুমার ৷ কথা এবং সুরে এই গান জয় করেছিল সকলের মন ৷ এরপর 1984 সালে একই সুরে তিনি তৈরি করেন 'মনে পড়ে রুবি রায়' ৷

চুরা লিয়া হ্যায় তুমনে জো দিলকো: 1973 সালে নাসির হোসেনের পরিচালনায় মুক্তি পায় 'ইয়াদো কি বারাত' ছবিটি ৷ এই ছবির অত্যন্ত জনপ্রিয় একটি গান ছিল 'চুরা লিয়া হ্যায় তুমনে জো দিলকো' ৷ সুরে রাহুলদেব আর কণ্ঠে আবার সেই পরিচিত জুটি আশা ভোঁসলে ও মহম্মদ রফি ৷ আজও একইরকম জনপ্রিয় এই গান ৷

মন বলছে কেউ আসবে: হিন্দির পাশাপাশি পঞ্চমের বেশ কিছু বাংলা গানও কালজয়ী হয়ে থেকে গিয়েছে ৷ তার মধ্যে একটি গান অবশ্য়ই 'মন বলছে কেউ আসবে' ৷ তরুণ মজুমদার পরিচালিত 'আপন আমার আপন' ছবিটির জন্য এই গানটি তৈরি করেন তিনি ৷ কণ্ঠ দেন আশা ভোঁসলে ৷ আর কথা লেখেন মুকুল দত্ত ৷

এ কি হল: কিশোর কুমারের কণ্ঠে এই গান ছাড়া এক সময় দুর্গাপুজো ভাবাই যেত না ৷ মণ্ডপে মণ্ডপে শোনা যেত এই গান ৷ সলিল সেন পরিচালিত 'রাজকুমারী' ছবির জন্য় এই গানটি তৈরি করেন রাহুলদেব ৷ কথা লেখেন গৌরিপ্রসন্ন মজুমদার ৷

কথা হয়েছিল তবু কথা হল না: স্বপন চক্রবর্তীর কথায় রাহুলদেব এই গানটি তৈরি করেন 'ত্রয়ী' ছবির জন্য় ৷ ছবিটি মুক্তি পায় 1982 সালে ৷

আরও পড়ুন:

  1. সুমিত্রা সেনের হাতের রান্না ভালোবাসতেন সুচিত্রা মিত্র, প্রয়াণ দিবসে ফিরে দেখা দুই কিংবদন্তিকে
  2. এসে গেল 'বাদামী হায়নার কবলে'র ট্রেলার, অপরাধ দমনে দুই হাতে বন্দুক আবিরের
  3. ইরার গায়ে হলুদে রিনা কিরণকে নিয়ে হাজির আমির, দেখা মিলল হবু বধুরও
Last Updated : Jan 4, 2024, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.