পশ্চিমবঙ্গ

west bengal

একফ্রেমে রোহিত-রণবীর, ছবি না কি ওয়েব সিরিজ? তুঙ্গে জল্পনা

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 2:49 PM IST

Ranbir Kapoor-Rohit Shetty: রণবীর কাপুরের সঙ্গে কাজ করছেন রোহতি শেট্টি? নতুন ছবি না কি সিরিজ? সম্প্রতি কিছু ভাইরাল ছবি সামনে আসার পর শুরু হয় এমনই জল্পনা ৷ তবে নেপথ্যে রয়েছে অন্য কাহিনি ৷

Ranbir Kapoor - Rohit Shetty collaborate for project; former dons cop uniform
একফ্রেমে রোহিত-রণবীর, ছবি না কি সিরিজ

হায়দরাবাদ, 4 জানুয়ারি: রোহিত শেট্টি মূলত পরিচিত তাঁর কপ ইউনিভার্সের জন্য ৷ পুলিশি বিশ্বের নির্মাতা এবার ফিরতে চলেছেন তাঁর 'সিংহম 3' ছবি নিয়ে ৷ ছবিতে থাকছেন রণবীর সিং, অক্ষয় কুমারের মতো অভিনেতারা ৷ সিংহম অর্থাৎ অজয় দেবগণ তো থাকছেনই ৷ তবে তার আগে রণবীর কাপুরকে পুলিশের পোশাকে দেখা গেল রোহিতের সঙ্গে ৷ এই ছবি স্বাভাবিকভাবেই ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায় ৷

রণবীর কাপুর বর্তমানে রীতিমতো চর্চায় রয়েছেন 'অ্যানিম্যাল' ছবির জন্য ৷ এবার কি তাহলে রণবীরকে তাঁর পুলিশি বিশ্বে জায়গা দিতে চলেছেন রোহিত? তা নিয়েই চলেছে জল্পনা ৷ এই প্রথমবার রণবীরকে দেখা গেল রোহিতের সঙ্গে ৷ আর তাই ফ্যানেরাও ভীষণ খুশি অভিনেতার এই নতুন লুক দেখে ৷ ছবিতে রণবীরের চওড়া গোঁফ। পরনে পুলিশের পোশাক। এসব দেখে অনেকেরেই দাবি, রোহিতের নতুন প্রজেক্টে হয়তো দেখা যাবে অভিনেতাকে ৷

পুলিশের পোশাকে রণবীর কাপুর

কারণ একটাই, সাধারণত পরিচালক তাঁর ছবিতে পুলিশদের এভাবেই সাজান ৷ তবে খবর অনুযায়ী ফ্য়ানেরা আগ্রহী হলেও আপাতত রণবীরের সঙ্গে ছবি নয় একটি বিজ্ঞাপণী শুটিং নিয়ে ব্যস্ত রোহিত ৷ এই পুলিশের পোশাকও সেই বিজ্ঞাপণী ছবি কারণেই ৷ রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটি ছিল গতবছরের অন্য়তম সফল ছবিগুলির একটি ৷

এই ছবির পরবর্তী পর্বও তৈরি হতে চলেছে আগামিদিনে ৷ প্রথম পর্বের শেষে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক ৷ রণবীরকে এই 'অ্যানিম্যাল পার্ক'-এ দ্বৈত চরিত্রেও দেখা যেতে পারে ৷ এমনটাই দাবি অনেকের ৷ এই ছবির সবচেয়ে বড় বিষয় হল ছবিটি শুধু যে বানিজ্যিক সাফল্য পেয়েছে তা নয় 'অ্যানিম্যাল' রণবীরের অ্যাকশন হিরো অবতারটিকেও বের করে আনতে পেরেছে ৷

অন্যদিকে, রোহিতও এখন ব্যস্ত তাঁর বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে ৷ তার মধ্যে একটি হল 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ৷ আমাজন প্রাইম ভিডিয়োতে এই সিরিজটি আসতে চলেছে আগামী 19 জানুয়ারি ৷ সিরিজে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি এবং বিবেক ওবেরয়দের ৷

আরও পড়ুন:

  1. 'ইয়ে দোস্তি' থেকে 'রুবি রায়', পঞ্চম ম্যাজিকে আজও রঙিন স্মৃতির ক্যানভাস
  2. 'আমার ভাইয়ের ছবি', বিক্রমের 'পারিয়া'র টিজার শেয়ার দেব অঙ্কুশের
  3. এসে গেল 'বাদামী হায়নার কবলে'র ট্রেলার, অপরাধ দমনে দুই হাতে বন্দুক আবিরের

ABOUT THE AUTHOR

...view details