পশ্চিমবঙ্গ

west bengal

Poster Of Anka Ki Kothin: শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির পোস্টার শেয়ার পার্নোর

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 1:13 PM IST

শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির নতুন পোস্টার নিয়ে এলেন পার্নো-সৌরভরা ৷ ছবির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

Pic Parno Mittrah Instagram
অঙ্ক কি কঠিন ছবির পোস্টার

কলকাতা, 5 সেপ্টেম্বর:শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রকাশ্যে এলসৌরভ পালোধি পরিচালিত 'অঙ্ক কি কঠিন' ছবির নতুন পোস্টার ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন অভিনেত্রী পার্নো মিত্র ৷ শিক্ষকরা আমাদের জীবনের পথ প্রদর্শক ৷ প্রিয় শিক্ষকদের হাত ধরেই আমরা জীবনের লক্ষ্যে পৌঁছে যাই ৷ আর সেই শিক্ষকদের জন্য আজ এই পোস্টারটি সামনে আনলেন পার্নোরা ৷

পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে, "বড় হয়ে কী হবি? এই প্রশ্নে শৈশব হয়েছে জেরবার। কিন্তু কিছু না কিছু হওয়ার স্বপ্ন দেখে ফেলেছিলাম সকলেই। সেই সব শিক্ষকদের অনেকটা ভালোবাসা যাঁরা আমাদের বড় হয়ে কিছু না কিছু হতে শিখিয়েছিলেন। আমরা যারা আজীবন ছাত্র, তাদের তরফ থেকে আজীবনের শিক্ষকদের জন্য অঙ্ক কি কঠিন ছবিটি আমাদের উপহার ৷"

বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর বিখ্যাত একটি গানের লাইন থেকে উঠে এসেছে ছবির নামটি ৷ এদিন ছবির যে পোস্টার সামনে এনেছেন নির্মাতারা তাতে দেখা গিয়েছে একটি ব্ল্যাক বোর্ড ৷ আর সেই বোর্ডে চক দিয়ে লেখা 'অঙ্ক কি কঠিন' ৷ ছবির কাহিনি লিখেছেন সৌরভ পালোধি এবং সৌমিত দেব ৷ আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে দেবদীপ মুখোপাধ্যায় ৷ ইতিমধ্যেই ছবির কাজও শুরু হয়ে গিয়েছে ৷ কয়েকদিন আগেই ছবির চিত্রনাট্যের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন পার্নো ৷

আরও পড়ুন:অপরিসীম ধৃষ্টতা! ঈশ্বরের হারমোনিয়ামে সুর তুলে সলিল স্মরণ শ্রীকান্তর
এর আগেই ছবি নিয়ে বলতে গিয়ে পরিচালক সৌরভ বলেছিলেন, "ছবিতে জীবন আর স্কুলের অঙ্ক মিলে মিশে গিয়েছে।" তিনি জানিয়েছিলেন, অঙ্ক সকলের কঠিন লাগে ৷ তবে ভালো করে শিখলে ফুল মার্কসও পাওয়া যায় ৷ এই ছবির ক্ষেত্রেও ব্যাপারটাও একইরকম ৷ ছবিটি কবে মুক্তি পাচ্ছে তা যদিও এখনও জানাননি নির্মাতারা ৷ 'অঙ্ক কি কঠিন' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ডিসিএম প্রোডাকশনস ৷

ABOUT THE AUTHOR

...view details