পশ্চিমবঙ্গ

west bengal

Ajay Chakraborty on Sumitra Sen: ভেবেছিলাম সুস্থ হয়ে ফিরবেন ! মাতৃসমা শিল্পীর প্রয়াণে স্মৃতিমেদুর অজয় চক্রবর্তী

By

Published : Jan 3, 2023, 11:27 AM IST

Updated : Jan 3, 2023, 12:39 PM IST

চলে গেলেন সুমিত্রা সেন ৷ আর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়লেন পণ্ডিত অজয় চক্রবর্তীও ৷ তিনি জানালেন, তাঁর প্রিয় সুমিত্রাদি যেমন রবীন্দ্র সংগীত গাইতেন তেমনই গাইতেন ভজন এবং আধুনিকও (Pandit Ajay Chakraborty Shares his Thoughts on Sumitra Sen)।

Etv Bharat
স্মৃতিচারণ করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়লেন পণ্ডিত অজয় চক্রবর্তীও

কলকাতা, 3 জানুয়ারি:আজ রাতের আকাশে তারাদের পাশে আরও এক তারার উপস্থিতি । আর সেই তারার নাম সুমিত্রা । কিংবদন্তির এই চলে যাওয়া মেনে নিতে পারছে না বাংলার সংগীত মহল । 89 বছর বয়সি এই বর্ষীয়ান গায়িকা বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ব্রঙ্কোনিউমোনিয়ায় ৷ অবশেষে মঙ্গলবার শেষ সমস্ত লড়াই ৷

শোকপ্রকাশ করে এদিন পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "সুমিত্রাদি ডাকতাম । কিন্তু উনি আমার মাতৃসম ছিলেন । 12-15 টা রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম ওঁর কাছ থেকে । রবীন্দ্র ভারতীতে পড়াতেন । আমি তখন পড়তাম ওখানে । আমাকে পুত্রের মতো স্নেহ করতেন সুমিত্রাদি । শুনেছিলাম অসুস্থ । আজকাল আর হাসপাতালে গিয়ে কাউকে দেখতে যেতে মন চায় না । আমারও তো বয়স হচ্ছে । ভেবেছিলাম সুস্থ হয়ে ফিরে আসবেন । আর তো বেশিদিন বাকি ছিল না জন্মদিনের । ভেবেছিলাম এবার জন্মদিনে ওঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসব । তার আগেই সকাল সকাল এই খবর পেলাম । খুব খারাপ লাগছে (Pandit Ajay Chakraborty Shares his Thoughts on Sumitra Sen)।"

পণ্ডিত অজয় চক্রবর্তী আরও বলেন, "সবাই বলেন সুমিত্রা সেন তো রবীন্দ্র সংগীত শিল্পী । আসলে অনেকেই জানেন না উনি যেমন রবীন্দ্র সংগীত গাইতেন তেমনই গাইতেন ভজন এবং আধুনিক । কী মিষ্টি গলা ছিল দিদির! সব ধরনের গান গাইতে পারতেন সেই গানের ঢঙেই নিজস্ব কায়দায় । অসাধারণ সারল্য ছিল স্বভাবে । একইসঙ্গে স্পষ্টবাদী ছিলেন । সোজাসুজি কথা বলতেন (Sumitra Sen Passes Away)।"

আরও পড়ুন:তখন আমায় নাইবা মনে রাখলে ! তারার দেশে সুমিত্রা সেন, অভিভাবকহীন 'ত্রিবেণী'

অজয়বাবুর কণ্ঠস্বরেই বোঝা যায় মনটা তাঁর একেবারেই ভালো নেই। তিনি বলেন, "বয়স্কদের মধ্যে কেউ তো আর সেভাবে নেই । আমাকে তাই এঁরা চলে গেলে বলতে হয় । আপনারা ফোন করেন । কষ্ট হয় ঠিকই, আবার স্মৃতি আওড়াতে পেরে একটু হালকা হই (Pandit Ajay Chakraborty on Sumitra Sen )।"

Last Updated : Jan 3, 2023, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details