পশ্চিমবঙ্গ

west bengal

Neetu Ranbir Viral Pic : রণবীরের সঙ্গে একফ্রেমে নীতু, মা-ছেলের ছবিতে মজল নেট দুনিয়া

By

Published : Apr 7, 2022, 3:08 PM IST

পুত্র রণবীরের সঙ্গে তোলা ছবি শেয়ার করে নেটিজেনদের মন কাড়লেন বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor and Ranbir Kapoor Heartwarming Pic) ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমার 'জানে জিগর'(হৃদ স্পন্দন)-এর সঙ্গে অ্যাড শ্যুটে ৷"

Neetu Ranbir Viral Pic
রণবীরের সঙ্গে একফ্রেমে নীতু কাপুর, মা ছেলের ছবিতে মজল নেটদুনিয়া

মুম্বই, 7 এপ্রিল : রণবীর কাপুর অনুরাগীদের জন্য এবার একটি দারুণ উপহার দিলেন এই সুপারস্টারের মা তথা বর্ষীয়ান অভিনেত্রী নীতু সিং (কাপুর) ৷ বুধবার ছেলের সঙ্গে বিজ্ঞাপনী শ্যুটিংয়ের সময় তোলা একটি ছবি শেয়ার করেন নীতু ৷ রকস্টার রণবীর এবং তাঁর মায়ের এই সুন্দর ছবিটিতে রীতিমত মজেছে নেট দুনিয়া ৷ ভেসে আসছে নানা রকম মন্তব্য ৷

এই বিশেষ ছবিটি শেয়ার করে নীতু ক্য়াপশনে লেখেন, "আমার 'জানে জিগর'(হৃদ স্পন্দন)-এর সঙ্গে অ্যাড শ্যুটে ৷" মা এবং ছেলে হাসি মাখানো এই ছবির সামনে আসতে না আসতেই শুরু হয়েছে মন্তব্যের বৃষ্টি ৷ একজন নেটিজেন লেখেন, ‘ঈশ্বর আপনাদের দু'জনের মঙ্গল করুন ৷’ আরেকজন লেখেন, 'মাম্মার চকো বয়'৷

আরও পড়ুন:17 এপ্রিল নয়, তাহলে কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ?

প্রসঙ্গত আপাততত রণবীর শিরোনামে রয়েছেন তাঁর বিবাহ সংক্রান্ত খবরের জন্য ৷ আগে জানা গিয়েছিল 17 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আলিয়া-রণবীর (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date) ৷ কিন্তু খবর অনুযায়ী সেই তারিখও পরিবর্তিত হতে চলেছে ৷ নয়া রিপোর্ট বলছে, চেম্বুরের আরকে স্টুডিয়োতে 15 এপ্রিল মালা বদল করবেন এই বলি যুগল ৷ এই স্টুডিয়োতেই দাম্পত্য জীবন শুরু করেছিলেন রণবীরের বাবা-মা অর্থাৎ নীতু সিং এবং প্রয়াত অভিনেতা ঋষি কাপুরও ৷

ABOUT THE AUTHOR

...view details