ETV Bharat / entertainment

Alia Ranbir Wedding : 17 এপ্রিল নয়, তাহলে কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ?

author img

By

Published : Apr 7, 2022, 12:15 PM IST

Updated : Apr 7, 2022, 1:03 PM IST

বদলে গেল রণবীর আলিয়ার বিবাহের তারিখ ৷ খবর অনুযায়ী, 17 এপ্রিল নয়, 15 এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই বলি যুগল (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date)৷

Alia Ranbir Wedding
বদলে গেল রণবীর আলিয়ার বিবাহের তারিখ

মুম্বই, 7 এপ্রিল : আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনা তুঙ্গে ৷ কাপুর এবং ভাট পরিবারে পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি ৷ এই যে এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করা হচ্ছে, তার প্রধান কারণ হল আলিয়ার দাদু ৷ তিনি এখন অসুস্থ ৷ তাঁর ইচ্ছা নাতনির বিয়ে দেখা ৷ আর সেই কারণেই 17 এপ্রিল বিয়ের তারিখ ঠিক করা হয় দুই পরিবার তরফে (Ranbir Kapoor Alia Bhatt Wedding Date) ৷

এখন খবর অনুযায়ী সেই তারিখও পরিবর্তিত হতে চলেছে ৷ নয়া রিপোর্ট বলছে, চেম্বুরের আরকে স্টুডিয়োতে 15 এপ্রিল মালা বদল করবেন রণবীর-আলিয়া ৷ প্রসঙ্গত, এই স্টুডিয়োতেই বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন রণবীরের বাবা-মাও ৷

নতুন সময়সূচি অনুযায়ী, 13 এপ্রিল মেহেন্দি অনুষ্ঠান, 14 এপ্রিল গায়ে হলুদ এবং সঙ্গীত আর 15 এপ্রিল চার হাত এক হবে আলিয়া-রণবীরের ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের খবর বলছে, 15 তারিখ রাত দু‘টো থেকে ভোর চারটে অবধি চলবে এই বিবাহের অনুষ্ঠান ৷

আরও পড়ুন : কবে গাঁটছড়া বাঁধছেন আলিয়া-রণবীর ? সামনে এল দিনক্ষণ

প্রসঙ্গত নয়া সময়সূচি সামনে এসেছে ঠিকই, তবে এর উপর সিলমোহর এখনও পড়েনি ৷ 2017 সাল থেকে ডেটিং করছেন এই বলি যুগল ৷ অর্থাৎ তাঁদের সম্পর্কের ইতিহাস যে সুদীর্ঘ, এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ আগামিদিনে এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ বারানসীতে ছবিটির শ্যুটিং সবেমাত্র শেষ হয়েছে ৷ 9 সেপ্টেম্বর পর্দায় আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ৷

Last Updated : Apr 7, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.