পশ্চিমবঙ্গ

west bengal

ফিরল ছ'দশকের নস্টালজিয়া, কিংবদন্তির জুতোয় পা গলিয়ে কাবুলিওয়ালার ট্রেলারে নজর কাড়লেন 'রহমত' মিঠুন

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 12:38 PM IST

Kabuliwala Trailer Released: সাড়ে ছয় দশক পর ফের রুপোলি পর্দায় কবিগুরুর কালজয়ী ছোটগল্প 'কাবুলিওয়ালা' ৷ পরিচালনায় সুমন ঘোষ ৷ আর ছবি বিশ্বাসের জুতোয় পা গলিয়ে রহমতের চরিত্রে আরেক কিংবদন্তি মিঠুন চক্রবর্তী ৷ সোমবার সন্ধেয় মুক্তি পেল 'কাবুলিওয়ালা'র ট্রেলার ৷

Kabuliwala Trailer Released
কাবুলিওয়ালার ট্রেলারে নজর কাড়লেন মিঠুন

কলকাতা, 5 ডিসেম্বর: রবি ঠাকুরের লেখনীতে বইয়ের পাতা থেকেই গল্পটির সঙ্গে জুড়ে যাওয়া আমবাঙালির ৷ 1957 পরিচালক তপন সিংহ সেই গল্পকে যখন প্রথমবার চলচ্চিত্রায়িত করেছিলেন, রহমত-মিনিকে যেন আরও ভালোভাবে আত্মস্থ করা গিয়েছিল ৷ কিংবদন্তি ছবি বিশ্বাসের অভিনয়গুণে যথার্থ প্রাণ পেয়েছিলেন রবি ঠাকুরের কল্পনায় ধরা দেওয়া আফগান দেশের এক ফল বিক্রেতা ৷ সাড়ে ছয় দশক পর ফের রুপোলি পর্দায় কবিগুরুর কালজয়ী ছোটগল্প 'কাবুলিওয়ালা' ৷ পরিচালনার ব্যাটন এবার সুমন ঘোষের হাতে ৷ আর ছবি বিশ্বাসের জুতোয় পা গলিয়ে রহমতের চরিত্রে আরেক কিংবদন্তি মিঠুন চক্রবর্তী ৷ 29তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরুর আগের সন্ধেয় মুক্তি পেল 'কাবুলিওয়ালা'র ট্রেলার ৷

ট্রেলারে কেবল আভাসটুকুই মেলে ৷ সেই আভাস যা বলছে, তাতে রহমতের চরিত্রে দিব্যি মানিয়েছে মিঠুন চক্রবর্তীকে। 'প্রজাপতি'র ব্যাপক সাফল্যের পর মিঠুন চক্রবর্তী সিনে পর্দায় হাজির হবেন সুমন ঘোষের এই ছবির হাত ধরেই। মিনির চরিত্রে ছোট্ট অনুমেঘা কাহালি ৷ 'মিঠাই' ধারাবাহিকে নজর কাড়া এই খুদের বড়পর্দায় আত্মপ্রকাশ হচ্ছে এই ছবির হাত ধরেই ৷ মিনির বাবা এবং মায়ের চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। তাঁদের জুটির এবার অন্য রসায়ন দেখবে দর্শক। ক্রিসমাসে মুক্তি পাচ্ছে ছবিটি ৷

তার আগে ট্রেলারে রহমতের আগমন থেকে জেল এবং কাবুলে ফিরে যাওয়া সবই দেখানো হয়েছে। ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিকের মতো দক্ষ অভিনেতাও ৷ মিঠুন চক্রবর্তী এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বলেন, "কাবুলিওয়ালাতে রহমতের জুতোয় পা দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা শুধু একটি ভূমিকা নয়; এটি একটি গল্পের সঙ্গে একটি গভীর সংযোগ যা আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা হল হৃদয় দ্বারা বোঝা একটি ভাষা।"

পরিচালক সুমন ঘোষ ট্রেলার মুক্তি অনুষ্ঠানে বলেন, "'কাবুলিওয়ালা'র পুনর্নির্মাণ হল আবেগ এবং নস্টালজিয়ায় ভরা একটি সৃজনশীল যাত্রা। রবি ঠাকুরের কাজের সূক্ষ্ম বিষয়গুলিকে আরও একবার দেখে নেওয়া হল এই ছবি তৈরির দৌলতে। তাছাড়া কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই ছবির বিষয়ে আলোচনা করা আরও এক বড় প্রাপ্তি। 'কাবুলিওয়ালা'র মাধ্যমে আমরা পর্দায় জাদু বুনতে চাই, দর্শকদের হৃদয় দখল করতে চাই ঠিক যেমনটা ঠাকুর তাঁর কালজয়ী গল্পের মাধ্যমে করেছিলেন।" আবির চট্টোপাধ্যায়ও খুশি 'কাবুলিওয়ালা'র গল্প নতুন প্রজন্মের কাছে নিয়ে আসার জার্নিতে শামিল হতে পেরে ৷

আরও পড়ুন:

  1. ন্যায়ের পথে দেব, হাত ধরলেন সোহম; মুক্তি পেল অভিজিৎ সেনের 'প্রধান' ট্রেলার
  2. 'ইন্তেজার খতম হুয়া', বাদশাহি কায়দায় 'ডাঙ্কি'র রঙিন ট্রেলার শেয়ার করলেন কিং খান
  3. বিদেশে বাজিমাত করল 'অ্যানিম্যাল'! বক্স অফিসে শাহরুখকে হারালেন রণবীর

ABOUT THE AUTHOR

...view details