পশ্চিমবঙ্গ

west bengal

Kangana Throwback Pics: নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমির স্মৃতিতে ডুব দিলেন কঙ্গনা

By

Published : Mar 8, 2023, 8:43 PM IST

কঙ্গনার নিউ ফিল্ম অ্যাকাডেমিতে কাটানোর দিন তাঁকে মনে করিয়ে দিল ৷ 9 বছর পুরোনো মুহূর্তে সামনে দাঁড়িয়ে স্মৃতিমেদুর অভিনেত্রী ৷ সালটা ছিল 2014 ৷ ঠিক তার আগেই মুক্তি পেয়েছিল 'কুইন'(Queen completes 9 years ) ৷

Kangana Throwback Pics
স্মৃতি মেদুর কঙ্গনা রানাওয়াত

হায়দরাবাদ, 8 মার্চ: বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টা স্টোরিতে সম্প্রতি নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি একটি টুইট শেয়ার করেছেন ৷ এই অ্য়াকাডেমি স্ক্রিপ্ট লেখার ট্রেনিং নিয়েছিলেন তিনি ৷ এই অভিনেত্রী প্রায় আট সপ্তাহের একটি স্ক্রিন রাইটিং ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে ৷ সালটা ছিল 2014 ৷

পুরোনো ছাত্রীর প্রশংসায় মাতাল নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি

সেদিনের সেই সোনালি দিনের স্মৃতিতে আরও একবার তাঁকে ডুব দেওয়ার সুযোগ করে দিয়েছে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি ৷ এই সময়টা ছিল কঙ্গনার 'কুইন'-এর দিন (Queen completes 9 years )৷ শুধু যে মারাত্মক সাফল্য পেয়েছিল এই ছবি তা নয়, কঙ্গনাকে অভিনেত্রী হিসেবে আলাদা করে জায়গা করে দিয়েছিল 'কুইন' ৷ এই সূত্র ধরে কঙ্গনা সেদিনের কথাও স্মরণ করেছেন ৷ একটি টুইটে পুরনো ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, তিনি ছবিতে সাইন করেছিলেন শুধুই টাকার জন্য় ৷

সেই টাকা দিয়ে তিনি নিউইয়র্কে এই অ্যাকাডেমি ভর্তি হন এবং 24 বছর অভিনেত্রী 8 সপ্তাহ ট্রেনিং নেওয়ার পর একটি শর্ট ফিল্ম পরিচালনাও করেন ৷ নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিও তাদের টুইটে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ৷ তাঁদের এই ছাত্রী ভারতে যেভাবে খ্য়াতি অর্জন করে একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন তা দেখে খুশি সকলেই ৷

প্রসঙ্গত, বুধবার কঙ্গনা একটি ভিডিয়োও শেয়ার করেছেন তাঁর নতুন ছবি 'চন্দ্রমুখী 2'-এর সেট থেকে ৷ সেখানে রং আর আবিরে মেতে উঠতে দেখা গিয়েছেন বলিউডের 'বিতর্কের রানি'কে ৷ কঙ্গনার শেষ ছবি ধাকড় অবশ্য় ততটা ভালো যায়নি ৷ তবে আগামীতে আরও বড় চরিত্রে নিজেকে মেলে ধরতে চলেছেন তিনি ৷ আগামীতে তাঁকে পর্দায় দেখা যাবে 'এমারজেন্সি' ছবিতে ৷ ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করবেন নায়িকা ৷ এই ছবির শ্যুটিং ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রেয়স তলপাড়ে, অনুপম খেরের মতো অভিনেতা ও অভিনেত্রীদের ৷

আরও পড়ুন:মেতে উঠলেন পর্দার রানিমা, দেখুন দিতিপ্রিয়ার হোলি সেলিব্রেশনের ঝলক

ABOUT THE AUTHOR

...view details