পশ্চিমবঙ্গ

west bengal

8 বছর পর পর্দায় ফিরছে তনু-মনু জুটি! কঙ্গনার নতুন ছবির শুটিংয়ে চমক রজনীকান্তের

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 7:33 PM IST

Kangana Ranaut New Movie: নতুন ছবির শুটিং শুরু করলেন কঙ্গনা রানাওয়াত ৷ 8 বছর পর আর মাধবনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বলিউড কুইন ৷ প্রথম দিনের শুটিংয়ে সেটে এসে শুভেচ্ছা জানালেন থালাইভা রজনীকান্ত ৷

Kangana Ranaut New Movie
কঙ্গনার নতুন ছবির শুটিং সেটে রজনীকান্ত

হায়দরাবাদ, 18 নভেম্বর: ফের বড় পর্দায় ফিরছে 'তনু ওয়েডস মনু' জুটি ৷ কঙ্গনা রানাওয়াত-আর রাঘবনের কেমিষ্ট্রি আরও একবার ফুটে উঠবে রূপোলি পর্দায় ৷ শনিবার থেকে শুরু হল কুইনের সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ৷ শুটিংয়ের জন্য মুম্বই থেকে চেন্নাই গিয়েছেন অভিনেত্রী ৷ এএল বিজয় পরিচালিত এই ছবির প্রথম দিন শুটিং সেটে হাজির হন সুপারস্টার রজনীকান্ত ৷

এদিন কঙ্গনা সোশাল মিডিয়ায় নতুন ছবির ক্ল্যাপবোর্ড শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "আজ থেকে চেন্নাইয়ে শুরু হল আমাদের নতুন ছবির শুটিং ৷ এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ৷ বিস্তারিত খুব শীঘ্রই আসবে ৷ আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই ৷"

এর কিছু পরেই অভিনেত্রী আরও দুটি ছবি শেয়ার করেন ৷ যেখানে তাঁকে দেখা যায় রজনীকান্তের সঙ্গে ৷ ক্যাপশনে তিনি লেখেন, "শুটিংয়ের প্রথম দিনে ভারতীয় সিনেমার ভগবান থালাইভার আমাদের সকলকে চমকে দিয়েছেন সেটে এসে ৷ খুব সুন্দর একটা দিন কাটালাম ৷ তোমাকে মিস করছি ম্যাডি ৷ খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করার অপেক্ষা করছি ৷" নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কঙ্গনা-রজনীকান্তের ছবি শেয়ার করেছেন আর মাধবনও ৷ তিনি লিখেছেন, "এর থেক ভালো আশীর্বাদ আর কিছু হতে পারে না ৷"

কিছুদিন আগেই বক্সঅফিসে মুক্তি পায় কঙ্গনার 'তেজস' ৷ বক্সঅফিসে এই ছবি ভালো ফল করেনি ৷ এয়ারফোর্স পাইলটের চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে, যিনি আকাশপথে দেশকে রক্ষা করতে লড়াই করে ৷ অন্যদিকে, অভিনেত্রীকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিকে ৷ ছবির নাম 'ইমারজেন্সি' ৷ ছবিটি প্রযোজনা থেকে পরিচালনা করছেন স্বয়ং অভিনেত্রী ৷ ছবিতে অনুপম খেরকে দেখা যাবে জেপি নারায়ণের চরিত্রে ৷ শ্রেয়স তলপড়েকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে ৷ 'ইমারজেন্সি' মুক্তি পাওযার কথা ছিল চলতি বছর নভেম্বরে ৷ পরে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তির তারিখ ৷

ABOUT THE AUTHOR

...view details