ETV Bharat / entertainment

'যেতে পারি কিন্তু...', বিশ্বকাপের ফাইনাল দেখা নিয়ে দোলাচলে অমিতাভ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 10:09 AM IST

Amitabh Bachchan on Icc World Cup Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ মাঠে দেখতে যাবেন কি, যাবেন না তা নিয়ে ধন্দে পড়েছে বিগ বি অমিতাভ বচ্চন ৷

Etv Bharat
বিগ বি অমিতাভ বচ্চন

হায়দরাবাদ, 17 নভেম্বর: মাথা কাজ করছে না অমিতাভ বচ্চনের ৷ সিদ্ধান্ত নিতে গেলেই হোঁচট খাচ্ছেন ৷ দ্বারস্থ হলেন অনুরাগীদের ৷ সমস্যার সমাধানে সোশাল মিডিয়ায় রাখলেন প্রশ্ন ৷ রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়েছে বিশ্বকাপের ফাইনাল ৷ দু'দশক পর বিশ্বকাপ জেতার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ৷ সেই ম্যাচ দেখতে মুখিয়ে গোটা ভারতবাসী ৷ স্টেডিয়ামে ম্যাচ দেখার উত্তেজনাই আলাদা ৷ সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন বিগ বি ৷ আসলে তিনি মাঠে খেলা দেখতে যাবেন কি যাবেন না, তা নিয়ে পড়েছেন দোলাচলে ৷ সেই প্রশ্নই করলেন সোশ্যাল মিডিয়ায়।

অমিতাভের মানসিক অবস্থা দেখে অনুরাগীদের অনেকেরই মনে পড়ে যাচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেই কালজয়ী লাইন, "যেতে পারি কিন্তু কেন যাব!" এখানে অবশ্য শাহেনশা মনে মনে বলছেন, "কেন যাব না!' আসলে খেলা বিশেষ করে ক্রিকেট বারবার টানে অমিতাভকে ৷ যার ফলে টিম ইন্ডিয়ার জেতা নিয়ে মনের ভিতরে কু-সংস্কারকে প্রশয় দিয়ে ফেলেন ৷ খেলার সময় অনেকেই দেখা যায়, এমন কু-সংস্কার পোষণ করতে ৷ "এটা করলে ছক্কা হবে, ওটা করলে আউট হয়ে যাবে"- ইত্যাদি নানা বিষয় চলতে থাকে মনের ভিতর ৷ সেই সমস্যার মধ্যে পড়েছেন অমিতাভও ৷

  • T 4832 - अब सोच रहा हूँ, जाऊँ की ना जाऊँ !

    — Amitabh Bachchan (@SrBachchan) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই কারণে বুধবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যে হওয়া সেমিফাইনাল দেখতে যাননি ৷ পরে এক্স (টুইটার) হ্যান্ডেলে নিজেই বলেছেন, "যখন আমি খেলা দেখি না তখনই আমরা জিতি ৷" বিগবির এই মনোভাব নতুন নয়। এর আগে বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খেলা দেখতে ভালো লাগলেও অনেক সময় ভয় কাজ করে ৷ তিনি মনে করেন, খেলা দেখলেই ভারতীয় দল হেরে যাবে ৷ তাই সেই উত্তেজনা থেকে নিজেকে প্রায় সময় বিরত রাখেন ৷

তবে এই খেলা বিশ্বকাপ বলে কথা ৷ বিসিসিআই সচিব জয় শাহ নিজে শাহেনশার হাতে গোল্ডেন টিকিট তুলে দিয়েছেন। মাঠে গিয়ে খেলা দেখার জন্য এই বিশেষ টিকিট অমিতাভের মতো বেশ কয়েকজন পেয়েছেন ৷ সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মনের সঙ্গেই দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে অমিতাভের ৷ তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন অনুরাগীরাও ৷ কেউ মজার ছলে আবার কেউ সিরিয়াস হয়ে জানিয়েছেন নিজেদের মতামত ৷

  • T 4831 - when i don't watch we WIN !

    — Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক অনুরাগী লিখেছেন, "যাবেন না স্যার ৷ এর পরের ম্যাচটা দেখে নেবেন !" কেউ বলেছেন, "যাবেন না স্যার ৷ ভারত জেতার পর আপনি শুধু টুইট করে দেবেন ৷" আবার কেউ লিখেছেন, "আমেদাবাদে ভারতীয় টিমের খেলা দেখতে নিশ্চই যান স্যার ৷" কেউ লিখেছেন, "স্যার অবশ্যই যান, দেশের মাটিতে ভারতকে সামনে থেকে বিশ্বকাপ জয়ী হতে দেখার অভিজ্ঞতা বারবার হবে না ৷"

আরও পড়ুন:

1. অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার

2. ব্যবসা কমল 25 শতাংশ, 300 কোটি বাজেটের 'টাইগার থ্রি'র ঘরে কত ঢুকল চতুর্থদিনের শেষে?

3. বক্স অফিসে শাহরুখ-প্রভাসের সঙ্গে লড়াই থেকে পিছু হটল 'মেরি ক্রিসমাস', ঘোষিত নতুন তারিখ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.