পশ্চিমবঙ্গ

west bengal

Bawaal screening: 'বাওয়াল' স্ক্রিনিংয়ে চাঁদের হাট! কলাকুশলীদের সঙ্গে হাজির বলি সুন্দরীরাও

By

Published : Jul 19, 2023, 4:23 PM IST

'বাওয়াল' ছবির স্ক্রিনিংয়ে ঝড় তুললেন বি টাউন সুন্দরীরা ৷ খুশি কাপুর, বনি কাপুর, ডেভিড ধাওয়ান, নোরা ফাতেহি, তমন্না ভাটিয়ার মতো তারকাদের ভিড়ে জমে উঠল আসর ৷

Bawaal screening
বাওয়াল ছবির স্ক্রিনিংয়ে হাজির বি টাউন

মুম্বই, 19 জুলাই: শুরু হয়ে গেল 'বাওয়াল'! ভাবছেন কী হল? জাহ্নবী কাপুর এবং বরুণ ধাওয়ান অভিনীত 'বাওয়াল' ছবিটি যে দিনকয়েক বাদে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে, তা নতুন করে আর বলে দেওয়ার কিছু নেই ৷ তবে তার আগে মঙ্গল রাতে ছবির স্পেশাল স্ক্রিনিয়ের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ে ৷ ছবির কলাকুশলী, বি-টাউনের একাধিক সুন্দরীদের উপস্থিতিতে সেই অনুষ্ঠান যেন চাঁদের হাট ৷

'বাওয়াল'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে ছবির নায়িকা জাহ্নবী কাপুরকে এদিন দেখা গিয়েছে ঝলমলে রূপোলি পোশাকে ৷ প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে 'বাওয়াল' ছবির নতুন গান 'দিলো কি ডোরিয়া' ৷ সেই গানের সঙ্গে মজার রিলস ভিডিয়ো তৈরি করে মঙ্গলবার সকালেই চর্চায় উঠে এসেছিলেন জাহ্নবী ৷ আর রাতে নয়া ছবির স্ক্রিনিংয়ে শ্রীদেবী-কন্যার থেকে চোখ ফেরানো ছিল দায় ৷ খোলা চুল আর হালকা মেকআপ এদিন আরও সুন্দরী করে তুলেছিল তাঁকে ৷ অন্যদিকে স্টাইলিশ কালো স্য়ুটে ধরা দিয়েছিলেন বরুণ ধাওয়ান ৷ অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর বাস্তব জীবনের নায়িকা নাতাশা দালালও ৷ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বরুণের বাবা তথা পরিচালক ডেভিড ধাওয়ানও ৷

এছাড়াও বলিউডের অনেক সেলেবেরই দেখা মিলেছে স্ক্রিনিংয়ে ৷ ছিলেন খুশি কাপুর, বনি কাপুর, নোরা ফাতেহি, তমন্না ভাটিয়া, করণ জোহর, অর্জুন কাপুর-সহ আরও অনেকেই ৷ অন্য়দিকে 'বাওয়াল'-এর পুরো টিমকে উৎসাহ দিতে হাজির হন অবনীত কৌর, মনীশ মালহোত্রা, নুসরত ভারুচা এবং পূজা হেগড়ের মতো তারকারা ৷

আরও পড়ুন:'পুরানো সেই দিনের কথা...', প্রিয় রিনাদির সঙ্গে আড্ডার স্মৃতিতে ডুব দিলেন কমলেশ্বর

'বাওয়াল' ছবিটি তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলির কথা মাথায় রেখে ৷ বরুণকে এখানে দেখা যায় একজন ইতিহাসের শিক্ষক হিসাবে ৷ আর তার ছাত্রীর চরিত্রে রয়েছেন জাহ্নবী ৷ যিনি তাঁর শিক্ষকের সঙ্গে বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানগুলি দেখতে চলেছেন ৷ ছবির বেশিরভাগ শুটিংই হয়েছে বিদেশে ৷ নীতিশ তিওয়ারির হাত ধরে এর আগে 'দঙ্গল' এবং 'ছিঁচোড়ে'র মতো ছবি উপহার পেয়েছেন সিনে অনুরাগীরা ৷ এবার 'বাওয়াল' কেমন হবে? জবাব মিলবে 21 জুলাই ৷

ABOUT THE AUTHOR

...view details