ETV Bharat / entertainment

Kamaleswar Shares Aparna's Pic: 'পুরানো সেই দিনের কথা...', প্রিয় রিনাদির সঙ্গে আড্ডার স্মৃতিতে ডুব দিলেন কমলেশ্বর

author img

By

Published : Jul 19, 2023, 10:31 AM IST

Updated : Jul 19, 2023, 11:06 AM IST

2013 সালে 'মেঘে ঢাকা তারা' ছবিটি তৈরির পর প্রশংসিত হয়েছিলেন কমলেশ্বর ৷ এবার সেই ছবির পর ঋত্বিক ঘটককে নিয়ে অপর্ণা সেনের সঙ্গে কথপোকথনের এক বিশেষ মুহূর্ত শেয়ার করলেন পরিচালক ৷

Kamaleswar with Aparna
আড্ডায় অপর্ণা কমলেশ্বর

কলকাতা, 19 জুলাই: 2013 সালটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন হয়ে থেকে যেতে পারে শুধুমাত্র একটি ছবির জন্য ৷ ছবির নাম 'মেঘে ঢাকা তারা' ৷ 1960 সালে একই নামে ঋত্বিক ঘটক বানিয়েছিলেন তাঁর জীবনের অন্যতম সফল ছবিটি ৷ পরে ঋত্বিকের 'যুক্তি তক্কো গপ্পো'-র নীলকণ্ঠ বাগচীকে একবিংশ শতাব্দীতে আরও একবার তুলে আনেন কমলেশ্বর ৷

বাংলার এই প্রতিবাদী পরিচালকের জীবনের পাতা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন 'মেঘে ঢাকা তারা' ৷ বাণিজ্যিক দিক থেকে খুব একটা সফল হতে পারেনি ছবিটি ৷ তবে যে প্রশংসা কমলেশ্বর কুড়িয়েছিলেন তা অভূতপূর্ব ৷ বুধবার সেই স্মৃতিতেই ডুব দিলেন পরিচালক ৷ ঠিক এক দশক আগের একটি ছবি শেয়ার করলেন পরিচালক ৷ সেখানে তাঁকে বাংলা ছবির মেমসাহেব অপর্ণা সেনের সঙ্গে দেখা গিয়েছে ৷

দু'জনের কথপোকথনের ফাঁকেই ক্য়ামেরাবন্দি হয়েছে সুন্দর মুহূর্ত ৷ সেই ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, "2013 সালে মেঘে ঢাকা তারা তৈরির পরে ঋত্বিক ঘটককে নিয়ে রিনাদির সঙ্গে কথপোকথন ৷" এক দশক কেটে গিয়েছে ঋত্বিকের জীবন থেকে উঠে আসা এই ছবির ৷ সেখানে কমলেশ্বর তাঁর নীলকণ্ঠ হিসেবে বেছে নিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়কে। দুর্গা হয়েছিলেন অনন্য়া চট্টোপাধ্য়ায় ৷

শাশ্বতর সেই অসহায় মুখ আর ভর্ৎসনায় ভরা দৃষ্টি আজও ভাসে অনুরাগীদের মনে ৷ সিনেমার এক পর্যায়ে চরম দারিদ্রের নিপীড়নে বিদ্ধ হতে হতে নীলকণ্ঠ দুর্গাকে বলেন, "দুনিয়ায় টাকা থাকবে না দুগ্গা । কাজ গুলো থেকে যাবে ৷" ঠিকই, কিছুই থাকে না। থেকে যায় শুধু কাজ ৷ সেভাবেই রয়ে গিয়েছে কমলেশ্বরের 'মেঘে ঢাকা তারা' ৷

আরও পডুন: 'বাওয়াল' ছবির নতুন গানে কলাকুশলীদের সঙ্গে মজার রিলস শেয়ার জাহ্নবীর

এরপর 'চাঁদের পাহাড়', 'আমাজন অভিযান', 'ক্ষত', 'ককপিট'-এর মতো একাধিক ছবি বানিয়েছেন তিনি ৷ সম্প্রতি তিনি শেষ করেছেন 'একটু সরে বসুন' ছবির কাজ ৷ আগামিদিনে তিনি কাজ করতে চলেছেন 'আমি আমার মতো' ছবি নিয়ে ৷ এই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ ছবিতে মূল চরিত্রে রয়েছেন জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷

Last Updated : Jul 19, 2023, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.