পশ্চিমবঙ্গ

west bengal

Arijit Singh Heckled: কনসার্ট চলাকালীন অরিজিতের হাত ধরে হ্যাঁচকা টান মহিলার! আহত 'গেরুয়া' কণ্ঠী

By

Published : May 8, 2023, 4:59 PM IST

Updated : May 8, 2023, 6:30 PM IST

মঞ্চে উঠে গান গাইছিলেন তিনি। ঔরঙ্গাবাদে অনুষ্ঠান চলাকালীন আক্রান্ত হতে হল অরিজিতকে। জানা গিয়েছে সামনে প্রিয় তারকাকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক মহিলা অনুরাগী ৷ হ্যান্ডশেক করতে গিয়ে শিল্পীকে ডানহাত ধরে টান মারেন ওই মহিলা। তাতেই আহত হলেন অরিজিৎ ৷

Arijit Singh Heckled
অরিজিত সিং

মুম্বই, 8 মে: সম্প্রতি ঔরঙ্গাবাদে লাইভ কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। প্রত্যেক কনসার্টেই স্টেজের কাছাকাছি যে যে ফ্যানেরা থাকেন তাঁদের সঙ্গে হাত মেলান সুরের জাদুকর, মিশে যান অনুরাগীদের সঙ্গে ৷ এমনকী অটোগ্রাফও দেন। তাঁদের আনা বিভিন্ন উপহারও গ্রহণ করেন। তবে ঔরঙ্গাবাদের অভিজ্ঞতা যে এমন হবে তা জানা ছিল না বাঙালির এই গায়কের ৷

প্রিয় গায়ককে এত কাছ থেকে দেখার পর এদিন হ্যান্ডশেক করতে গিয়ে গায়কের হাত ধরে টানাটানি শুরু করে দেন এক মহিলা অনুরাগী। আর তাতেই চোট পান অরিজিৎ সিং ৷ পেশিতে টান ধরে যায়, মঞ্চেই ফাস্ট এইড দেওয়া হয় তাঁকে। তবে এই ঘটনার পর চুপ থাকেননি সংগীতশিল্পী। বেজায় চটে যান 'গেরুয়া' খ্যাত অরিজিৎ ৷ এই ঘটনার ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তার পাশপাশি অরিজিতকে দেখা গিয়েছে হাসপাতালের বেডে ৷ ডানহাতে ক্রেপ ব্যান্ডেজ জড়ানো ৷

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এদিন মঞ্চ থেকে অরিজিৎ বলছেন,আপনি যে এভাবে আমার হাত ধরে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতে পারছি না ৷ হাতে কাঁপছে আমার। আপনি তো ম্যাচিওরড। তাহলে আপনার বোঝা উচিত, আমি আহত হলে এই অবস্থায় যদি আমি গান গাইতে না-পারি তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কী করে? আমি এখানে উপস্থিত শ্রোতাদের ভালোবাসি। চাই, সবাই কনসার্ট উপভোগ করুক। কিন্তু আপনি টানছেন কেন? এমন ঘটনার পরেও অনুষ্ঠান বন্ধ করতে চাননি অরিজিৎ। তাঁর কথায়, আমি তো এখানে পারফর্ম করতেই এসেছি। আমি আমার সব ভক্তের কাছে যাব। প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে যাব আমি। এরপর তাহলে অরিজিৎ বলেন, আমি নেমে যাব? সকলেই চেঁচিয়ে ওঠেন না।

যদিও ওই মহিলা অনুরাগীও বারংবার ক্ষমা চান অরিজিতের কাছ থেকে। অন্যান্য জায়গার লাইভ কনসার্টের মতো ঔরঙ্গাবাদের অনুষ্ঠানও ছিল দর্শকে ভরা। এই ঘটনায় রেগে গিয়েছেন অনেকেই।

আরও পড়ুন:এমনও শুনেছি আমি নাকি এমপি ইলেকশনে দাঁড়াব বলে বীথি চরিত্রটা খারাপ করানো হচ্ছে: রূপা

Last Updated : May 8, 2023, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details