পশ্চিমবঙ্গ

west bengal

Ballabhpurer Roopkotha: এবার হাতের মুঠোয় হাজির অনির্বাণের 'বল্লভপুরের রূপকথা'

By

Published : Jan 13, 2023, 10:53 AM IST

এবার হাতের মুঠোয় 'বল্লভপুরের রূপকথা' (Ballabhpurer Roopkotha in Hoichoi) ৷ হইচই-তে হাজির অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত এই ছবি ৷

Etv Bharat
ওটিটিতে হাজির অনির্বাণের 'বল্লভপুরের রূপকথা'

কলকাতা, 13 জানুয়ারি: প্রেক্ষাগৃহের পর এবার হইচইতে হাজির অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'(Ballabhpurer Roopkotha in Hoichoi)। অর্থাৎ যারা এখনও ছবিটা হলে গিয়ে দেখে উঠতে পারেনি তারা এবার অনায়াসে ঘরে বসেই মুঠো ফোনে দেখে নিতে পারবেন এই ছবি (Ballabhpurer Roopkotha OTT Release)। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর পরিচালক হিসাবে আগেই তৈরি করেছিলেন মন্দার-এর মতো ওয়েব সিরিজ । আর এবার বড়পর্দাতেও বাজিমাত করেছেন তিনি । গত বছর 25 অক্টোবর মুক্তি পায় ছবিটি । দর্শক মহলে প্রশংসাও পেয়েছে ছবিটি । পরিচালক হিসেবে অনির্বাণের থেকে আরও ভালো কাজ পাওয়ার আশাও করছেন অনেকে।

পরপর কয়েক সপ্তাহ কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে ভিড় করেছিলেন অনেকেই । টানা 75 দিন সাফল্যের সঙ্গে চলে এই ছবি (Anirban Bhattacharya Directional Ballabhpurer Roopkotha)। ছবিটি দেখতে কলকাতায় আসেন ওপার বাংলার সুপারস্টার চঞ্চল চৌধুরী । তিনি 'কারাগার'-এর মতো সিরিজে দুরন্ত অভিনয় দিয়ে সকলের মন কেড়ে নিয়েছেন । তিনিও এই ছবির ভূয়সী প্রশংসা করে বলেন, " বিরল এক কাজ করে দেখালেন অনির্বাণ । সত্যমের পাশে বসে ছবিটা দেখলাম । অবাক হচ্ছিলাম । এপার এবং ওপার দুই বাংলার মানুষকেই খুশি করলেন অনির্বাণ ।"

অন্যদিকে, এই ছবির ভূয়সী প্রশংসা করেছিলেন কবি তথা পরিচালক শ্রীজাতও ৷ তিনি ফেসবুকে লিখেছিলেন, "চমৎকার ছায়াছবি, বল্লভপুরের রূপকথা। সারল্যের মোড়কে বলা এক ভালবাসার আখ্যান, নাটকীয়তার ছন্দে বাঁধা এক জৈবনিক কাহিনি। যে-ছবির কাঁধে কিছু প্রমাণ করবার কোনও দায়ভার নেই । নেই কোনও বিশেষ বার্তা পৌঁছে দেবার অতিরিক্ত তাগিদ। আর সেই নির্ভার, নির্মল গল্প বলবার ভঙ্গিই এ-ছবির সম্পদ । যেমন অভিনয়, তেমনই দৃশ্যায়ন ও সঙ্গীত । এক কথায়, মনে রেখে দেবার মতো উপস্থাপনা । বাদল সরকারের এই অতুলনীয় সৃষ্টিকে পর্দায়িত করা সহজ কাজ নয় মোটেই, কিন্তু পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ভারী কৌশলে তা করেছেন। প্রথম ছবিতেই এভাবে মন জিতে নেওয়ার জন্য তাঁর অবশ্যই প্রাপ্য আমাদের ভরসা ও ভালবাসা।"

আরও পড়ুন:'মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি', 54তেই চলে গেলেন কিংবদন্তি কন্যা লিসা

অন্যদিকে অনির্বাণের কথায়, "আমার মতে, এই ছবির আসল হিরো দর্শক । তাঁদের জন্যই সবটা হয়েছে । আমরা তাঁদের কাছে সবার আগে কৃতজ্ঞ ।" এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য-সহ আরও অনেকে । ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত 'সিনেমার সমাবর্তন' পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই ছবি একাধিক বিভাগে পুরষ্কৃত হয়েছে । সেরা কমিক রোলের জন্য পুরস্কার পেয়েছেন দেবরাজ ভট্টাচার্য, সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন সংলাপ ভৌমিক, সেরা সাউন্ড ডিজাইনারের পুরস্কার পেয়েছেন অনিন্দিত রায় এবং অদীপ সিং মনকি ।

ABOUT THE AUTHOR

...view details