ETV Bharat / entertainment

Lisa Marie Presley Passes Away: 'মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি', 54তেই চলে গেলেন কিংবদন্তি কন্যা লিসা

author img

By

Published : Jan 13, 2023, 9:41 AM IST

Updated : Jan 13, 2023, 1:45 PM IST

চলে গেলেন রক কিং এলভিস প্রেসলির কন্যা লিসা মেরি প্রেসলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর(Singer Lisa Marie Presley death ) ৷

Etv Bharat
চলে গেলেন রক কিং এলভিস প্রেসলির কন্যা লিসা মেরি প্রেসলি

ওয়াশিংটন, 13 জানুয়ারি: 'মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভিতর তোমার নাম' অঞ্জন দত্তের 'কালো মেম' বাঙালিকে প্রেমের এক সুন্দর চিঠি উপহার দিয়েছিল ৷ পাশপাশি পশ্চিমবঙ্গের অনেক সঙ্গীতপ্রেমীকে চিনিয়ে দিয়েছিল 'রক অ্যান্ড রোল কিং' এলভিস প্রেসলিকে ৷ ছয়ের দশকের এই কিংবদন্তি মার্কিন গায়কের গান মিসিসিপি থেকে 8633 মাইল দূর কলকাতাতেও বহু মানুষের বসার ঘরের অঙ্গ হয়ে গিয়েছিল একটা সময়ে ৷ এবার তাঁর কন্যা লিসা মেরি প্রেসলিকেও হারাল সঙ্গীত জগৎ ৷ বাবার মতো তিনিও রক সঙ্গীতের উত্তরাধিকারকে বহন করে নিয়ে চলেছিলেন নিজের কাঁধে ৷ লিসার মা প্রিসিলা প্রেসলি একটি বিবৃতিতে এই খবরটি জানিয়েছেন ৷ মৃত্যুকালে লিসার বয়স হয়েছিল 54 (Elvis Presley daughter Lisa Presley passes away) ৷

প্রিসিলা তাঁর বিবৃতিতে বলেন, "খুব ভারাক্রান্ত মনে একটা হৃদয়বিদারক সংবাদ আমায় জানাতে হচ্ছে । আমার সুন্দরী মেয়ে লিসা মেরি আমাদের ছেড়ে চলে গিয়েছে।" বাবার মতোই সঙ্গীত জগতের অন্যতম পরিচিত মুখ ছিলেন লিসা ৷ বাবার গানের মধ্য়ে 'ইন দ্য ঘেটো' এবং 'ডোন্ট ক্রাই ড্যাডি'-এর মতো গানগুলিতে পরে গলা দিয়েছেন তিনি ৷ বিভিন্ন সাক্ষাৎকারে লিসা জানিয়েছিলেন তাঁর মধ্য়ে ভীষণভাবে বাবার প্রভাব বর্তমান ছিল ৷ তিনি ছিলেন বাবার সবচেয়ে বড় প্রশংসকদের একজন ৷

Lisa Marie Presley Passes Away
লিসা মেরি প্রেসলিকেও হারাল সঙ্গীত জগৎ

গত বছর বাজ লুহরম্যানের মিউজিক্যাল ফিচার 'এলভিস'-এর মুক্তির পর বেশ কয়েকটি অ্যাওয়ার্ড শোতেও দেখা গিয়েছিল লিসাকে ৷ এমনকী মঙ্গলবার গোল্ডেন গ্লোবেও হাজির হন প্রিসিলা ও লিসা ৷ 1977 সালে অগস্টে এলভিস প্রেসলি যখন মারা যান লিসার বয়স তখন ছিল মাত্র নয় ৷ লিসার ব্যক্তিজীবনও ছিল অত্যন্ত চর্চিত ৷ চারবার সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি ৷ এরপর মধ্য়ে 1994 সালে তিনি বিয়ে করেন মাইকেল জ্যাকসনকেও ৷ কিন্তু মাত্র দু'বছর পর বিয়ে ভেঙে যায় ৷ 2002 সালে অভিনেতা নিকোলাস কেজের সঙ্গেও তাঁর বিয়ে হয় । সেই সম্পর্ক চলেছিল মাত্র 4 মাস ৷

আরও পড়ুন: সত্যজিতের নামাঙ্কিত উৎসবে শৈলরানিতে এসে স্মৃতিমেদুর পুত্র সন্দীপ

2003 সালে তাঁর নিজস্ব রক অ্যালবাম প্রকাশ করেছিলেন লিসা ৷ এছাড়া মাইকেল জ্যাকসনের 'ইউ আর নট অ্য়ালোন' গানেরও অংশ ছিলেন ৷ লিসার উল্লেখযোগ্য় কাজের মধ্যে রয়েছে 'টু হুম ইট মে কনসার্ন', 'লাইটস আউট'-এর মতো কাজগুলি ৷

Last Updated : Jan 13, 2023, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.