পশ্চিমবঙ্গ

west bengal

Chhavi Mittal: অস্ত্রোপচারের দাগ না লুকিয়ে ফের সাহসী পোস্ট ছবি'র

By

Published : Dec 30, 2022, 8:20 PM IST

শরীরের ক্যানসারের অস্ত্রোপচারের দাগ না লুকিয়ে ফের সাহসী ছবি পোস্ট করলেন অভিনেত্রী ছবি মিত্তাল ৷ ফের এই নতুন লুকে ভাইরাল হলেন অভিনেত্রী ৷

Chhavi Mittal
শরীরের ক্যানসারের অস্ত্রোপচারের দাগ না লুকিয়ে ফের সাহসী ছবি পোস্ট করলেন অভিনেত্রী ছবি মিত্তাল

মুম্বই, 30 ডিসেম্বর: অভিনেত্রী ছবি মিত্তালের নামটা আজ নেটিজেনদের কাছে একটু অন্যভাবে পরিচিত ৷ কিছুদিন আগেই স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে ফিরেছেন তিনি ৷ এর আগেই গর্বের সঙ্গে শরীরের আঘাতের ক্ষতচিহ্ন নিয়ে ক্যামেরার সামনে এসেছিলেন তিনি ৷ তিনি যুদ্ধজয়ী, ফলে চিহ্ন তো লুকোনোর কিছু নেই ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন লেজার ট্রিটমেন্ট করে দাগ সরিয়ে ফেলতে, তবে ছবি তা করেননি ৷ বছর শেষের আগে ফের নতুন লুকে ভাইরাল হলেন ছবি ৷

কিছুদিন আগেই দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন ছবি ৷ আর এবারও তাঁর যে ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন এই নায়িকা তাতে দাগ আড়াল করার কোনও চেষ্টা করেননি তিনি (Chhavi embraces surgery scar in holiday pics )৷ বরং তাঁর নতুন ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "এই বছর এটাই ছিল আমার অর্জন ৷ একটা নতুন জীবন ৷ যা আরও সুন্দর এবং আরও শক্তিশালী।" এবারের ছবিতে তাঁকে দেখা গিয়েছে সাদা সাঁতারের পোশাকে ৷ তাঁর এই ছবিতেও পিঠে স্পষ্ট অস্ত্রোপচারের দাগ ( Chhavi Mittal embraces Cancer surgery scar )৷

এর আগেও এই ধরণের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ নেটিজেনদের রোষের মুখে পড়ে জবাবও দিয়েছেন চাঁচাছোলা ভাষায় ৷ এবারও তাঁর পোস্টের কমেন্ট সেকশনে দেখা গেল অনুরাগীদের মন্তব্যের বন্যা ৷ কেউ লিখেছেন, "বাইরে তো বটেই অন্তরেও আপনি ভীষণ সুন্দর ৷ এরপর আপনার দাগ নিয়ে কে মাথা ঘামাবে ৷ দাগ দেখা গেলে দেখা যাবে ৷" আর এক অনুরাগী লেখেন, "আমি আপনার দাগ ও আপনার দৃঢ় সংকল্প দু'টোই পছন্দ করি ৷'

আরও পড়ুন:অভিনয় রাজনীতি আলাদা, শিল্পীকে তাঁর সম্মান দেওয়া উচিত, 'প্রজাপতি' বিতর্কে সরব অঙ্কুশ

গত এপ্রিল মাসে স্তন ক্যানসারের জন্য অস্ত্রোপচারের আশ্রয় নিতে হয় ছবিকে (Chhavi Mittal breast cancer ) ৷ তারপর থেকেই ছবি তাঁর ছবি পোস্ট করে চলেছেন সোশাল মিডিয়ায় ৷ সাহস জোগাচ্ছেন আরও এমন অনেক ক্যানসার রোগীকে ৷ ছবি 'তুমহারি দিশা' এবং 'এক চুটকি আসমা'-র মতো শো-তে তাঁর অভিনয়ের জন্য় পরিচিত ৷ এছাড়া বড়পর্দায় সোনু সুদের সঙ্গেও স্ক্রিনশেয়ার করেছেন তিনি ৷ ছবির নাম ছিল 'এক বিবাহ অ্যায়সা ভি' ৷

ABOUT THE AUTHOR

...view details