পশ্চিমবঙ্গ

west bengal

দেশে মোটের উপর শান্তিপূর্ণ ভোট, মৃত্যু 2 ভোটকর্মীর

By

Published : May 19, 2019, 7:02 AM IST

Updated : May 19, 2019, 6:46 PM IST

নির্বাচন

2019-05-19 17:12:48

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ লোকসভা ভোটের শেষ দফা । আগের 6টি দফার মতো মূলত পশ্চিমবঙ্গ থেকে কয়েকটি অশান্তির খবর পাওয়া গেছে । পঞ্জাবেও কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা ঘটেছে । বিহারে ছাপ্পা ভোট রুখতে গিয়ে জখম হন এক পুলিশকর্মী । তাঁর মাথা ফেটে যায় । হিংসাজনিত কারণে দেশের কোথাও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি । তবে, মৃত্যু হয়েছে দুই ভোটকর্মীর । মধ্যপ্রদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক BLRO-র । উত্তরপ্রদেশের গোরখপুরেও এক ভোটকর্মী মারা যান ।

LIVE আপডেট :

বিকেল  চারটে পর্যন্ত হিমাচল প্রদেশে ভোটদানের হার 56.51 শতাংশ । বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে 49.94 শতাংশ ভোট পড়েছে । বিকেল পাঁচটা পর্যন্ত পঞ্জাবে 55.13 শতাংশ ভোট পড়েছে । হিমাচল প্রদেশে ভোটদানের হার 61.98 শতাংশ । উত্তরপ্রদেশে ভোট পড়েছে 53.19 শতাংশ । ঝাড়খণ্ডে ভোটদানের হার 70.44 শতাংশ ।

2019-05-19 17:10:15

বিহার : জেহানাবাদের চিরিয়াওয়ান গ্রামের 236 নম্বর বুথে ভোট বয়কট করলেন স্থানীয়রা । তাঁদের দাবি, রাস্তা নেই তো, ভোট নয় । স্থানীয় বিধায়ক বলেন, " মানচিত্রে আমাদের গ্রামের অস্তিত্ব নেই । কেন আমরা ভোট দেব ? "

2019-05-19 16:18:31

বিহার : বিহারে বিকেল চারটে পর্যন্ত 46.28 শতাংশ ভোট পড়েছে ।

2019-05-19 16:14:37

বিহার : বিহারের আরার 49 নম্বর বুথে ছাপ্পা ভোট চলছিল । তা রুখতে গেলে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয় । ADM বলেন, "আমরা পাথর ছোড়ার খবর পেয়েছি । কিন্তু, ভোটের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি । কয়েকজন ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল । তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে । "

2019-05-19 15:24:00

ভোটের লাইন

দুপুর তিনটে পর্যন্ত বিহারে 42.76 শতাংশ ভোট পড়েছে । ঝাড়খণ্ডে ভোটদানের হার 56.40 শতাংশ । পঞ্জাবে 46.94 শতাংশ ভোট পড়েছে । উত্তরপ্রদেশে  46.17 শতাংশ ভোট পড়েছে ।

2019-05-19 15:23:44

দুপুর 1টা পর্যন্ত বিহার ও ঝাড়খণ্ডের ভোটদানের হার যথাক্রমে 32.27 ও 42.11 শতাংশ । মধ্যপ্রদেশে ভোট পড়েছে 33.42 শতাংশ । দুপুর 2টোয় বিহারে ভোটদানের হার 36.87 শতাংশ ।

2019-05-19 14:59:11

উত্তরপ্রদেশ : বারাণসীতে ভোট দিলেন বর্ষীয়ান BJP নেতা মুরলি মনোহর জোশী ।

2019-05-19 12:45:57

পঞ্জাব : অমৃতসরের 134 নম্বর বুথে ভোট দিলেন নভজ্যোত সিং সিধু । সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ।

উত্তরপ্রদেশ : চানদৌলিতে সমাজবাদী পার্টি ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ ।

2019-05-19 11:52:43

মধ্যপ্রদেশ : ধার লোকসভা কেন্দ্রের 170 নম্বর বুখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল BLRO-র ।

বিহার : নালন্দা জেলার রাজগির বল্কের চানদোরা গ্রামের 299 নম্বর বুথে ভোট বয়কট স্থানীয় বাসিন্দাদের । তাঁদের দাবি, নো রোড, নো ভোট ।  BDO-র গাড়ি আটকে রাখা হয়েছে ।

2019-05-19 11:26:09

সকাল 10টা পর্যন্ত বিহারে 13.35 শতাংশ ও ঝাড়খণ্ডে 16 শতাংশ ভোট পড়েছে । সকাল 10টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোটদানের হার 13.19 শতাংশ । পরের ঘণ্টায় তা বেড়ে দাঁড়ায় 20 শতাংশ । 11টা পর্যন্ত চণ্ডীগড়ে ভোটদানের হার 18 শতাংশ

2019-05-19 11:26:03

হিমাচল প্রদেশ : ভোট দিলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর । 

2019-05-19 11:25:43

পঞ্জাব : বাইরে থেকে গুন্ডা নিয়ে এসেছে কংগ্রেস । আজ বাদলে এই অভিযোগ করলেন ভাতিন্দার শিরোমণি অকালি দলের প্রার্থী হরসিমরত কউর বাদল ।

2019-05-19 11:25:40

মধ্যপ্রদেশ : ইনদোরে ভোট দিলেন সুমিত্রা মহাজন ।

2019-05-19 09:41:48

উত্তরপ্রদেশ : ডিউটি চলাকালীন গোরখপুরে মৃত্যু হল এক ভোটকর্মীর । 

বিহার : জাহানাবাদ লোকসভা কেন্দ্রের 264 নম্বর বুথে পুলিশের বিরুদ্ধে এক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল । 

বিহার : নালন্দায় ভোট বয়কট করল স্থানীয়রা । পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ।

2019-05-19 09:41:37

সকাল 9টা পর্যন্ত বিহার ও ঝাড়খণ্ড যথাক্রমে 9 ও 7.85শতাংশ ভোট পড়েছে । মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশে ভোটদানের হার যথাক্রমে 9.28 ও 2.8 শতাংশ । অপরদিকে, সকাল 9টা পর্যন্ত পঞ্জাবে 8.92 শতাংশ ও চণ্ডীগড়ে 11 শতাংশ ভোট পড়েছে । উত্তরপ্রদেশে 10.06 শতাংশ ভোট পড়েছে ।

2019-05-19 09:41:35

মধ্যপ্রদেশে : ইনদোরের 316 নম্বর বুথে ভোট দিলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

2019-05-19 09:31:23

বিহার : পাটনা উইমেনস কলেজের 77 নম্বর বুখে ভোট দিলেন রবিশংকর প্রসাদ । পাটনা সাহিব কেন্দ্র থেকে ভোট লড়ছেন তিনি ।

2019-05-19 08:50:30

ভোটের সকালে টুইট করলেন নরেন্দ্র মোদি । তিনি লেখেন, "আজ 2019 সালের লোকসভা নির্বাচনের শেষ দফা । এই দফার নির্বাচনে যারা ভোট দিচ্ছেন, তাঁদের কাছে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি । আপনাদের একটি ভোট দেশের উন্নয়নের পথ গড়ে দেবে । আমার আশা, নতুন ভোটাররাও উৎসাহের সঙ্গে ভোট দেবেন ।"

2019-05-19 08:24:34

বিহার : সকাল আটটা পর্যন্ত বিহারে 4.28 শতাংশ ভোট পড়েছে ।  বিহারের পাটনা লোকসভা কেন্দ্রের পন্থ নগরের 6 নম্বর বুথে EVM বিকলের খবর পাওয়া গেছে ।

2019-05-19 08:20:10

পঞ্জাব : জলন্ধরের গারহি গ্রামের একটি বুথে ভোট দিলেন ক্রিকেটার হরভজন সিং ।

2019-05-19 07:46:58

বিহার : পাটনার 49 নম্বর বুথে ভোট দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি । 

2019-05-19 07:33:23

বিহার : পাটনার রাজ ভবনের একটি স্কুলের 326 নম্বর বুথে ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । ভোটদানের পর তিনি বলেন, "এতদিন ধরে ভোট করা উচিত নয় । প্রতিটি দফার মধ্যে অনেকটা ব্যবধান ছিল । বিষয়টি নিয়ে ঐক্যমত গড়ে তোলার জন্য আমি প্রতিটি দলের নেতাদের চিঠি লিখব । "

2019-05-19 07:28:21

উত্তরপ্রদেশ : গোরখপুরের 246 নম্বর বুথে ভোট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

2019-05-19 06:56:09

হিমাচল প্রদেশ : কুল্লুতে বুথে যাওয়ার পথে মৃত্যু হল এক ভোটকর্মীর । 

উত্তরপ্রদেশ : তারা জীবনপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গতকাল তাঁদের হাতে জোর করে ভোটের কালি লাগিয়ে দেওয়া হয়েছে । অভিযোগের তির BJP-র বিরুদ্ধে । চানদৌলির SDM জানান, পুলিশ অভিযোগ দায়ের হয়েছে । ভোটগ্রহণ শুরু আগে ঘটনাটি হওয়ায় গ্রামবাসীরা ভোট দিতে পারবেন ।

Shimla (Himachal Pradesh), May 19 (ANI): Devotees celebrated Buddha Purnima with great zeal and zest in HP's Shimla. Special prayers and sermons were being performed during the celebration. People from different religions participated in the celebration. Buddha Purnima is celebrated to mark the birth anniversary of Lord Buddha. The festival is celebrated across India with great fervour.


Last Updated :May 19, 2019, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details