পশ্চিমবঙ্গ

west bengal

তেলেঙ্গানায় 12,400 কোটির বিনিয়োগ আদানি গোষ্ঠীর, স্বাক্ষরিত 4টি মউ

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 6:16 PM IST

Adani Group Sign MoU with Telangana Government: তেলেঙ্গানায় এবার প্রায় সাড়ে 12 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ ৷ ডাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এ সংক্রান্ত চারটি মউ স্বাক্ষর করেছেন গৌতম আদানি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ৷

ETV BHARAT
ETV BHARAT

ডাভোস/নয়াদিল্লি, 17 জানুয়ারি: তেলেঙ্গানায় ডাটা সেন্টার, ক্লিন এনার্জি ও সিমেন্ট প্ল্যান্ট-সহ বিভিন্ন প্রকল্পে 12 হাজার 400 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ ৷ বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি একটি মউ স্বাক্ষর করেছেন ৷ সেই মউ অনুযায়ী, আদানি গোষ্ঠী তেলেঙ্গানায় প্রায় সাড়ে 12 হাজার কোটি টাকার বিনিয়োগ করবে ৷

কংগ্লোমারেটস ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজ 5 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে 100 মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরির জন্য ৷ যেখানে গ্রিন এনার্জি ব্যবহার করা হবে ৷ সেই সঙ্গে পুনর্নবীকরণযোগ্য এনার্জির উৎপাদনকারী আদানি গ্রিন এনার্জি লিমিটেড সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে দু’টি পাম্প স্টোরেজ প্রকল্প তৈরি করবে ৷ একইসঙ্গে আদানিদের অম্বুজা সিমেন্ট সংস্থা 1 হাজার 400 কোটি টাকা বিনিয়োগ করবে ৷ যে সিমেন্ট কারখানায় বছরে 6 মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে ৷ আদানি ডিফেন্স ও অ্যারোস্পেস 1 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ৷ যেখানে কাউন্টার ড্রোন ও মিসাইল ফেসিলিটি তৈরি করবে ৷

এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে সংস্থার তরফে ৷ সেখানে বলা হয়েছে, "আদানির অন্তর্গত সকল সংস্থা, বিশ্বের বৃহত্তম পরিকাঠামো প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে একটি ৷ আর এই সংস্থার সঙ্গে তেলেঙ্গানা সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামে 12,400 কোটি টাকার বেশি বিনিয়োগের জন্য চারটি মউ স্বাক্ষর করেছে ৷ এই মউ তেলেঙ্গানার অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করবে ৷ পরিবেশবান্ধব, দীর্ঘমেয়াদি ও পুনর্নবীকরণ ক্ষেত্রে এই আর্থিক উন্নয়ন হবে ৷"

আদানির তরফে জানানো হয়েছে, তেলেঙ্গানায় আগামী 5-7 বছরে 100 মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ৷ যেখানে পুনর্নবীকরণযোগ্য এনার্জি ব্যবহার করা হবে ৷ এই 100 মেগাওয়াটের ডাটা সেন্টার স্থানীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে সমন্বয় রেখে আন্তর্জাতিক মানের শিল্প তৈরি করবে ৷ ফলে সরাসরি ও ঘুর পথে প্রায় 600 জনের জীবিকার সুযোগ তৈরি হবে ৷

আরও পড়ুন:

  1. আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
  2. মিডিয়ায় বাড়ল আদানি গোষ্ঠীর ব্যবসার পরিসর, আইএএনএসের অধিকাংশ শেয়ার কিনে নিল সংস্থা
  3. হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার

ABOUT THE AUTHOR

...view details