ETV Bharat / business

আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 1:32 PM IST

Updated : Jan 10, 2024, 2:22 PM IST

Gautam Adani
গৌতম আদানি

Adani investment in Gujarat: গুজরাতে 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ৷ সেখানে একটি গ্রিন এনার্জি পার্ক তৈরি করবে আদানি গোষ্ঠী ৷ মহাকাশ থেকেও দেখা যাবে পার্কের দৃশ্য ।

গান্ধিনগর, 10 জানুয়ারি: আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী ৷ তার ফলে 1 লক্ষেরও বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষ চাকরি হবে ৷ এমনটাই বুধবার 10তম ভাইব্রেন্ট গুজরাত শীর্ষ সম্মেলনে জানালেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ৷ পাশাপাশি, 10 বছর ধরে এই শীর্ষ সম্মেলনের অংশ হতে পারায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিশিষ্ট মন্ত্রী, শিল্পপতি এবং অংশীদার দেশগুলির উপস্থিতে এ দিন বিনিয়োগের ঘোষণা করেন ।

এই অনুষ্ঠানে তাঁর ভাষণে গৌতম আদানি প্রধানমন্ত্রী মোদির অসাধারণ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ৷ পাশাপাশি, তিনি ভাইব্রেন্ট গুজরাতকে বিশাল উচ্চাকাঙ্ক্ষা, ব্যাপক পরিসর, সূক্ষ্ম শাসন এবং ত্রুটিহীন সম্পাদনের একটি অত্যাশ্চর্য প্রকাশ হিসাবে তুলে ধরেন । আদানি বলেছেন, "গত দশকের পরিসংখ্যান অনুযায়ী, 2014 সাল থেকে ভারতের জিডিপি 185 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয় অত্যাশ্চর্যভাবে 165 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষ করে ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং অতিমারি মোকাবিলা বিবেচনা করে এই অর্জন অতুলনীয় ৷" তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তর্জাতিক নেতৃত্বের, বিশেষ করে সোলার অ্যালায়েন্স উদ্যোগ এবং জি20 প্ল্যাটফর্মে তাঁর প্রভাবশালী ভূমিকারও প্রশংসা করেছেন ৷

আদানির কথায়, মোদি কেবল উন্নত ভারতের ভবিষ্যদ্বাণী করেননি, বরং সেটিকে বাস্তবে রূপ দিচ্ছেন । বাসুদেব কুটুম্বকম এবং বিশ্ব গুরুর দর্শনের পথে হেঁটে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান দেশ এবং বিশ্বব্যাপী সামাজিক চ্যাম্পিয়ন হিসাবে ভারতের পুনর্নির্মাণের উপর জোর দিয়েছেন তিনি । গৌতম আদানি আরও বলেন, "আগের শীর্ষ সম্মেলনে আমি 2025 সালের মধ্যে 55 হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা করেছিলাম । আমরা ইতিমধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন সেক্টরে 50 হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি ৷ যেখানে 25 হাজারেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি হয়েছে ৷ এই লক্ষ্য অর্জন করতে পেরে আমরা আনন্দিত ৷"

আদানি গোষ্ঠী 725 বর্গকিলোমিটার জুড়ে এবং 30 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপন্ন করে কচ্ছের খাভদাতে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক তৈরি করতে চলেছে ৷ তাদের দাবি, মহাকাশ থেকেও দেখা যাবে এই পার্ককে ৷ আদানি গোষ্ঠীর চেয়ারম্যান বলেন, "আজ আমি আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দিলাম । আমরা কচ্ছের খাভদাতে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জি পার্ক তৈরি করছি ৷ 725 বর্গ কিলোমিটারের বেশি অংশে 30 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপন্ন করা হবে ৷ মহাকাশ থেকেও পার্কটিকে দেখা যাবে । আমরা বৃহত্তম সমন্বিত পুনর্নবীকরণযোগ্য শক্তি বাস্তুতন্ত্র তৈরি করে আত্মনির্ভর ভারতের জন্য সবুজ সরবরাহ চেইন প্রসারিত করছি ৷"

আরও পড়ুন:

  1. 2047 এর মধ্যে ভারতের 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কেউ বাধা হতে পারবে না, মত আম্বানির
  2. হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হল, প্রতিক্রিয়া গৌতম আদানির
  3. 6 শতাংশে বৃদ্ধির হার, 2047 সালের মধ্যে ভারত নিম্ন মধ্যম অর্থনীতিতেই থাকবে: রঘুরাম রাজন
Last Updated :Jan 10, 2024, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.