পশ্চিমবঙ্গ

west bengal

Shashi Tharoor: 'জি20 নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক জয়', প্রশংসায় শশী থারুর

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 2:31 PM IST

Shashi Tharoor on New Delhi Declaration at G20: নয়াদিল্লি ডিক্লেয়ারেশনে সমস্ত সদস্য রাষ্ট্রকে ঐক্যমতে আনার জন্য বিজেপি সরকারের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর । তবে জি20 নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধতেও ছাড়েননি তিনি ৷

Shashi Tharoor
শশী থারুর

নিউইয়র্ক, 11 সেপ্টেম্বর: কংগ্রেস নেতা শশী থারুরের মুখে শোনা গেল জি20 সম্মেলন নিয়ে বিজেপি সরকারের প্রশংসা ৷ রবিবার জি20 সদস্যদের নয়াদিল্লি ডিক্লেয়ারেশনকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে থারুর বলেন, "নয়াদিল্লি ডিক্লেয়ারেশন নিঃসন্দেহে ভারতের জন্য কূটনৈতিক জয় । এটি একটি ভালো কৃতিত্ব অর্জন ৷ কারণ জি20 শীর্ষ সম্মেলন নিয়ে কোনও প্রত্যাশা ছিল না ৷ মনে করা হয়েছিল, কোনও চুক্তি হবে না এবং তাই যৌথ ঘোষণাপত্র সম্ভব নাও হতে পারে ৷ চেয়ারম্যানের বক্তৃতা দিয়ে শেষ করতে হতে পারে জি20 বলে মনে করা হয়েছিল ।"

শনিবার জি20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি ডিক্লেয়ারেশন গ্রহণের ঘোষণা করার আগে জি20 নেতাদের শীর্ষ সম্মেলন এ বিষয়ে একটি ঐকমত্য তৈরি করা হয়েছে । প্রধানমন্ত্রী সারাদিন ধরে জি20 অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ৷ তবে জি20 দেশগুলিকে নয়াদিল্লি ডিক্লেয়ারেশনে ঐকমত্যে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শেরপা এবং মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছিলেন তিনি ৷

শশী থারুর নয়াদিল্লি ডিক্লেয়ারেশন সমস্ত সদস্য রাষ্ট্রকে ঐক্যমতে আনার জন্য কেন্দ্রের প্রশংসা করে বলেন, "প্রধান কারণ (বিবৃতিতে ঐকমত্যের অভাবের জন্য) যারা ইউক্রেনে রাশিয়ান যুদ্ধের নিন্দা করেছিলেন এবং রাশিয়া ও চিনের মতো যারা এই বিষয়ের কোনও উল্লেখ করতে চান না তাদের মধ্যে বড় ব্যবধান । ভারত সেই ব্যবধানটি পূরণ করার জন্য একটি সূত্র খুঁজে পেতে সক্ষম হয়েছিল এবং এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন ৷ কারণ যখন যৌথ চুক্তি ছাড়াই একটি শীর্ষ সম্মেলন হয়, তখন এটি সর্বদা চেয়ারম্যানের জন্য একটি ধাক্কা হিসাবে দেখা হয় ৷"

আরও পড়ুন:দিল্লির ডিক্লেয়ারেশনে ঐতিহাসিক ঐকমত্য পেতে জি20 দেশগুলিকে জোটবদ্ধ করেছেন অমিতাভ কান্ত

ভারতের সভাপতিত্বে জি20 শীর্ষ সম্মেলন পরিচালনার বিষয়ে কংগ্রেস নেতা বলেন, "সরকার আসলে এটিকে একটি 'জনগণের জি20' বানিয়েছে ৷ এর মাধ্যমে শাসকদল (বিজেপি) বিশ্বনেতাদের এক জায়গায় এনে মেগা হাডলকে নিজেদের জন্য সম্পদ হিসাবে পরিণত করার একটি প্রচেষ্টা করেছে । প্রেসিডেন্সিতে সরকারের যে জিনিসগুলি উল্লেখযোগ্য ছিল, তা হল যে তারা এমন কিছু করেছে যা পূর্ববর্তী কোন জি20 প্রেসিডেন্সি করেনি ।"

তাঁর কথায়, "তারা প্রকৃতপক্ষে এটিকে একটি দেশব্যাপী ইভেন্টে পরিণত করেছে ৷ 58টি শহরে 200টি বৈঠকের মাধ্যমে তারা জি20কে এক ধরণের মানুষের জি20'তে রূপান্তরিত করেছে । পাবলিক ইভেন্ট, ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রাম, সিভিল সোসাইটি, এই সব কাজে আমাদের সময় সভাপতিত্বে করা হয়েছিল । সমগ্র জনগণের কাছে জি20-এর বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি ভারতের জন্য কৃতিত্ব । কিন্তু শাসকদলের তরফে প্রচেষ্টা ছিল যে জি20'কে এমন কিছু হিসাবে গড়ে তোলার যেটা তাদের জন্য সম্পদ হয়ে উঠবে ।"

আরও পড়ুন:জি20'র যৌথ ঘোষণাপত্রে সহমত রাষ্ট্রনেতারা, বড় কূটনৈতিক সাফল্য ভারতে

প্রধানমন্ত্রী মোদি রবিবার জি20 শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন ৷ সেসময় তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রিমিয়ার ফোরামে দেওয়া পরামর্শ এবং প্রস্তাবগুলি পর্যালোচনা করার জন্য নভেম্বরে একটি ভার্চুয়াল জি20 অধিবেশন করার প্রস্তাব করেছিলেন । এ বিষয়ে থারুর বলেন, “তাদের এটা করার অধিকার আছে, তারা শাসকদল । অনেক দেশ জি20 অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ কিন্তু কোনও ক্ষমতাসীন দল কখনই তার নেতৃত্বকে এভাবে প্রস্তাব দেয়নি ৷ তবে পুরো বিশ্বগুরু ধারণা, দিল্লিতে প্রতি 50 মিটারে মিস্টার মোদির পোস্টার । এই সবগুলোই জি20-এর বিজ্ঞাপন করেছে ৷ যেন এটা মিস্টার মোদি এবং বিজেপি সরকারের ব্যক্তিগত অর্জন ৷"

(সংবাদ সংস্থা- এএনআই)

ABOUT THE AUTHOR

...view details