পশ্চিমবঙ্গ

west bengal

Chandigarh University Row: চণ্ডীগড়ের ঘটনায় শিমলা থেকে গ্রেফতার 2 যুবক, সাত দিন বন্ধ ক্লাস

By

Published : Sep 19, 2022, 12:13 PM IST

Updated : Sep 19, 2022, 12:59 PM IST

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ভাইরাল ভিডিয়োর (Chandigarh University Viral Video Case) ঘটনায় শিমলা থেকে 2 যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাত্রীর প্রেমিক ৷

Two Youth Arrested in Chandigarh University Viral Video Case from Himachal Pradesh
Two Youth Arrested in Chandigarh University Viral Video Case from Himachal Pradesh

শিমলা, 19 সেপ্টেম্বর: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে স্নানের ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় (Chandigarh University Viral Video Case) হিমাচল প্রদেশ থেকে 2 যবুককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত দুই যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিচত ৷ ওই ছাত্রীকেও গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত দুই যুবকের মধ্যে একজন ওই ছাত্রীর প্রেমিক ৷ তাঁদের নাম সানি মেহতা এবং রঙ্কজ ভার্মা ৷ রবিবার তাঁদের শিমলা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার পর চণ্ডীগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে ভিডিয়ো ফাঁস ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর আপাতত সাত দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের ভিডিয়ো ভাইরাল (Chandigarh University Row) হওয়ার অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় ছাত্রীদের একাংশ গত 2 দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছে ৷ যদিও, ভিডিয়ো ভাইরাল হওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তাঁদের দাবি, ভিডিয়ো ভাইরাল হওয়ার অভিযোগ ভিত্তিহীন ও পুরোটাই গুজব ৷ ভিডিয়োটি একজন ছাত্রীই শেয়ার করেছিলেন ৷ তাঁকে গ্রেফতারও করা হয়েছে ৷

পাশাপাশি, এমনও অভিযোগ উঠেছে যে, ভাইরাল হওয়া ভিডিয়োতে থাকা ছাত্রীদের কয়েকজন আত্মহত্যার চেষ্টাও করেছেন ৷ যদিও, সেই অভিযোগগুলিও সম্পূর্ণ গুজব বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ রবিবার হিমাচল প্রদেশ পুলিশ শিমলা থেকে অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় (Two Youth Arrested in Chandigarh University Viral Video Case) ৷ এর পর তাঁদের পঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পঞ্জাব পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া সানি মেহতা ধৃত ছাত্রীর প্রেমিক বলে জানা গিয়েছে ৷

সানি শিমলার রোহরুর বাসিন্দা ৷ তাঁর বয়স 23 বছর ৷ সানি শিমলার সানজাউলি কলেজ থেকে কলাবিভাগে স্নাতক পাশ করেছেন ৷ বর্তমানে তাঁর দাদার সঙ্গেই রোহরুতে একটি বেকারিতে চাকরি করেন ৷ অন্য আরেক যুবক রঙ্কজ ভার্মা শিমলার থেগোর বাসিন্দা ৷ তাঁর বয়, 31 বছর ৷ তিনি থেগোতে একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ৷ গ্রেফতার হওয়া ছাত্রীর সঙ্গে রঙ্কজেরও যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন পঞ্জাব পুলিশের ডিজি

এই পুরো ঘটনাটিকে দুর্ভগ্যজনক বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ৷ তিনি রাজ্য পুলিশের ডিজিকে পঞ্জাব পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশও দিয়েছিলেন ৷ তবে, প্রশ্ন উঠছে, ওই ছাত্রীদের স্নানের ভিডিয়ো কে তুললো ? যদি, গ্রেফতার হওয়া ছাত্রীই এই কাজ করে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে এরকম কাজ তিনি করলেন কেন ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

Last Updated : Sep 19, 2022, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details