পশ্চিমবঙ্গ

west bengal

Jawhar Sircar on UCC Bill: 'ইউনিফর্ম সিভিল কোড বিল বিজেপিকেই বিপদে ফেলবে', হুঁশিয়ারি জহরের

By

Published : Dec 11, 2022, 8:37 AM IST

Updated : Dec 11, 2022, 8:57 AM IST

রাজ্যসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করেন বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা ৷ এই বিলের বিরোধিতা করেন তৃণমূল সাংসদ জহর সরকার, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি (Jawhar Sircar protests against introduction of UCC Bill) ৷

Parliament
ETV Bharat

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: সংসদে শীতকালীন অধিবেশন চলছে ৷ রাজ্যসভায় বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা (BJP MP Kirodi Lal Meena) প্রাইভেট মেম্বার বিল 'ইউনিফর্ম সিভিল কোড' পেশ করে ৷ এতে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন ৷ বিরোধী তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে ৷ এই প্রসঙ্গে শুক্রবার রাজ্যসভায় বহু দল মোদি সরকারকে তুলোধনা করে ৷ রাজ্যসভার চেয়ারম্যান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে এই বিল গ্রহণ না-করার আর্জি জানান বিরোধী শিবিরের নেতারা ৷ তাঁদের অভিযোগ, এই বিল প্রয়োগ করলে দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংস হয়ে যাবে ৷

গর্জে ওঠেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল সাংসদ জহর সরকার, কংগ্রেসের ইমরান প্রতাপগড়ি (Imran Pratapgarhi) ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে জহর সরকার (Jawhar Sircar) বলেন, "রামজন্মভূমি এবং কাশ্মীর ইস্যুর মতোই এটা বিজেপির আরেকটা এজেন্ডা ৷ এখন ইউসিসি বিজেপির প্রধান এজেন্ডা ৷ তারা জল মাপছে ৷ দেখতে চাইছে এই বিলকে কেন্দ্র করে কতটা তোলপাড় হতে পারে ৷"

আরও পড়ুন: রামমন্দির নিয়ে সিএসআইআর-এর ভূমিকা নিয়ে বিজেপিকে নিশানা মহুয়ার

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির শাসনের সঙ্গে তুলনা টেনে তিনি আরও বলেন, "প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে ৷ যেমন, আইন মেনে ইমারেজন্সি প্রয়োগ করা হয়েছিল ৷ বহু মানুষকে গ্রেফতার করা হয়, কিন্তু তাও সেটা অন্যায্য ছিল ৷ ইন্দিরা গান্ধির সংখ্যাগরিষ্ঠতা ছিল ৷ তিনি যা চেয়েছেন, তাই করে দেখিয়েছেন ৷ তাঁকেও এর বিপরীত প্রতিক্রিয়া দেখতে হয়েছে এবং আমরা সবাই জানি তারপর কী হয়েছে ৷ একইভাবে, ইউসিসিও (Uniform Civil Code Bill) বিজেপিকে বিপদে ফেলবে ৷"

জহর সরকার এই বিলকে 'অসাংবিধানিক', 'অনৈতিক', 'ধর্মনিরপেক্ষতা-বিরোধী' বলে আখ্যা দেন ৷ টুইট করে এই প্রাক্তন আমলা লেখেন, "'কমল সিভিল কোড বিল' নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী, তা আজ আমি রাজ্যসভায় জানিয়েছি ৷ এটা সম্পূর্ণরূপে 'অসাংবিধানিক', 'অনৈতিক', 'ধর্মনিরপেক্ষতা-বিরোধী' ৷ তারা জল মাপছে ৷ বিপজ্জনক খেলা খেলছে ৷ ধর্মনিরপেক্ষ এবং বহু ধর্ম, সংস্কৃতির ভারতে এটা একটা আঘাত ৷"

Last Updated :Dec 11, 2022, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details