Mahua on CSIR: রামমন্দির নিয়ে সিএসআইআর-এর ভূমিকা নিয়ে বিজেপিকে নিশানা মহুয়ার

author img

By

Published : Nov 21, 2022, 1:53 PM IST

Trinamool Congress MP Mahua Moitra Slams BJP on CSIR Tweet about Ram Mandir

2024-এর রামনবমীতে রামলালার মূর্তির মাথায় সূর্যকিরণ এসে পড়বে ৷ এমনটাই দাবি, সিএসআইআর (CSIR) ও সিবিআরআই (CBRI)-এর বিজ্ঞানীদের৷ এই নিয়ে টুইটে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷

কলকাতা, 21 নভেম্বর: রামমন্দির (Ram Mandir) নির্মাণে সরকারি বিজ্ঞানীদের ভূমিকা কেন থাকবে ? কার্যত এই প্রশ্নই তুললেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর দাবি, ‘‘আমাদের করের টাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে ৷’’ এই ঘটনাকে তিনি লজ্জাজনক বলেও ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, ‘‘প্রতিদিন মান নিচে নামছে ৷’’

কিন্তু কৃষ্ণনগরের সাংসদ কেন এই প্রশ্ন তুললেন ? কেন্দ্রীয় সরকারি সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডিয়াস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর (CSIR)-এর একটি টুইট দেখে তিনি এই প্রশ্ন তুলেছেন ৷ কী ছিল সেই টুইটে ? সিএসআইআর-এর টুইটার হ্যান্ডেলের যে স্ক্রিনশট মহুয়া (Mahua Moitra) টুইট করেছেন, সেখানে লেখা রয়েছে, সিএসআইআর ও সিবিআরআই (CBRI)-এর বিজ্ঞানীরা দেখিয়েছেন যে 2024 সালের রামনবমীর দিন কীভাবে রামলালার মূর্তির মাথায় সূর্যের কিরণ এসে পড়বে ৷

মহুয়ার দাবি, তাঁকে একজন বিজ্ঞানী এই স্ক্রিনশটটি পাঠিয়ে লিখেছেন, ‘‘ভারতীয় বৈজ্ঞানিক সমাজের প্রতিনিধি হিসেবে লজ্জিত ৷’’ ওই মহিলা বৈজ্ঞানিকের লেখার অংশটি মহুয়া আবার বাংলায় তর্জমা করে লিখেছেন, ‘‘বৈজ্ঞানিক হিসেবে নিজের পরিচয় দিতে লজ্জা করে ৷’’

Trinamool Congress MP Mahua Moitra Slams BJP on CSIR Tweet about Ram Mandir
মহুয়া মৈত্রর টুইট

এর পর টুইটে মহুয়া লিখেছেন, সিএসআইআর বিশ্বের অন্যতম বড় গবেষণা সংস্থা যাদের সরকারি অর্থ সাহায্য দেওয়া হয় ৷ তার পরই ওই টুইটে মহয়ার সংযোজন, ‘‘আমাদের করের টাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে ৷ লজ্জাজনক ৷ প্রতিদিন মান নিচে নামছে ৷’’

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি সিবিআরআই বা সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সদস্যরা অযোধ্যয় গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে তাঁরা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই তাঁরা সূর্যকিরণের বিষয়টি ব্যাখ্যা করেন ৷ এই সংস্থাটি সিএসআইআর-এর অংশ ৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মহুয়া আসলে আক্রমণ করেছেন বিজেপিকেই (BJP) ৷ বিজেপির আমলে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ কিন্তু তিনি কোথাও বিজেপিকে সরাসরি আক্রমণ করেননি ৷

আরও পড়ুন: গণতন্ত্র উলঙ্গ রাজার নির্বাচনী অস্ত্র, কটাক্ষ মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.