পশ্চিমবঙ্গ

west bengal

Delhi Gang Rape: দিল্লিতে তিন ছাত্রীকে অপহরণ করে 'ধর্ষণ', রিপোর্ট চাইল মহিলা কমিশন

By

Published : Aug 12, 2022, 10:32 AM IST

তিন ছাত্রীকে অপহরণ করে 'ধর্ষণ' ৷ ঘটনাস্থল দিল্লির রোহিণী ৷ ধৃত দুই মহিলা-সহ 4 ৷ আগামী 14 অগস্টের মধ্যে দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে মহিলা কমিশন (Three Girls Kidnapped Raped in Delhi) ৷

Delhi Gang Raped News
দিল্লিতে তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

দিল্লি, 12 অগস্ট: ফের খবরের শিরোনামে দিল্লি ৷ তিন ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণীতে (Three Girls Kidnapped Raped in Delhi) ৷ এই ঘটনায় দুই মহিলা-সহ চারজনকে আটক করা হয়েছে ৷ 14 অগস্টের মধ্যে দিল্লি কমিশন অফ উইমেন (Delhi Commission for Women) পুলিশের কাছে এই বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেওয়ার রিপোর্ট চেয়েছে ৷

জানা গিয়েছে, গত ৬ অগস্ট মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে ডিফেন্স কলোনি থানায় অভিযোগ করেন এক ছাত্রীর মা ৷ তাঁর অভিযোগ, মেয়ে সকাল সাড়ে 7টার দিকে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু বাড়ি ফিরে আসেনি । স্কুল ভ্যান করেই ছাত্রীটি বাড়ি ফিরত ৷ এদিকে দুপুর 2টো নাগাদ ওই স্কুল গাড়ির ভ্যান চালককে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এদিন ওই ছাত্রী তাঁর গাড়িতেই ওঠেনি ৷ পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি ওইদিন স্কুলে অনুপস্থিত ছিল । পরে জানা যায় ওই ছাত্রীর সঙ্গে আরও দুই ছাত্রী নিখোঁজ ৷

আরও পড়ুন:নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) বেনিতা মেরি জাইকার বলেন, "পুলিশ জানতে পারে যে শুধু অভিযোগকারীর মেয়েই নয়, স্কুলের আরও দুই মেয়েও নিখোঁজ হয়েছে ।"

তিনি আরও জানান, তদন্তের সময় নিখোঁজ সব ছাত্রীর বাবা-মা এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয় । এরপর এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় । এদিকে, করোলবাগ এলাকায় তাদের চলাফেরার বিষয়ে তথ্য পাওয়া যায় ৷ সেখান থেকে তাদের খুঁজে বের করা হয় এবং পরে ডাক্তারি পরীক্ষা করানো হয় ৷

করোলবাগ থেকে উদ্ধারের পর ছাত্রীরা জানায়, অভিযুক্তদের মধ্যে একজন তাদের রোহিনী এলাকার একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাদের বন্দি করে ধর্ষণ করে । এরপর কোনওরকমে তারা ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । ডিসিপি জানান, পুলিশের একটি দল রোহিনীর ওই বাড়িতে পাঠায় যেখান থেকে চারজনকে গ্রেফতার হয় ৷ পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে তারা মানব পাচারের সঙ্গে যুক্ত ৷ ছাত্রীদের চণ্ডীগড়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল ৷

আরও পড়ুন:স্ত্রী'র সহযোগিতায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

ধৃতদের বিরুদ্ধে ধারা 328, 366A, 370, 376, 506 নং ধারায় ভয় দেখানো, 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র করার অপরাধে মামলা করা হয়েছে । এদের মধ্যে 2 জনকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । বাকি 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ডিসিডব্লুই (Delhi Commission for Women) একটি বিবৃতিতে জানায় যে, ছাত্রীরা একসঙ্গে মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ 6 অগস্ট নতুন দিল্লি তারা রেলওয়ে স্টেশনে পৌঁছয় । সেখানে তাদের একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, যারা তাদের টিকিট কেটে দেওয়ার প্রস্তাব দেয় ৷ এরপরই তাঁদের রোহিনীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ পাশাপাশি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details