পশ্চিমবঙ্গ

west bengal

Policemen killed in Firing : চোরাশিকারীদের গুলিতে ঝাঁঝরা 3 পুলিশ কর্মী

By

Published : May 14, 2022, 11:18 AM IST

Three Policemen Killed in Firing by Miscreants in Guna District of Madhya Pradesh
Three Policemen Killed in Firing by Miscreants in Guna District of Madhya Pradesh ()

কালো হরিণ শিকারে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে গিয়ে প্রাণ হারালেন 3 পুলিশ কর্মী (Three Policemen Killed in Firing by Miscreants in Guna District of Madhya Pradesh) ৷ মধ্যপ্রদেশের গুনা জেলার অ্যারন এলাকার ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী নরোত্তম মিশ্র ৷ শনিবার ভোররাতের অভিযানে দুষ্কৃতীদের গুলিতে এক সাব ইন্সপেক্টর এবং 2 কনস্টেবলের মৃত্যু হয়েছে ৷

ভোপাল (মধ্যপ্রদেশ), 14 এপ্রিল :বিরল প্রজাতির হরিণ শিকারীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন পুলিশ কর্মী (Three Policemen Killed in Firing by Miscreants in Guna District of Madhya Pradesh) ৷ মধ্যপ্রদেশের ভোপাল থেকে 160 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুনা জেলার ঘটনা ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, শনিবার ভোররাতে দুষ্কৃতীদের ধরতে পুলিশের একটি দল গুনা জেলার অ্যারন এলাকায় অভিযান চালায় ৷ সেখানে দুষ্কৃতীরা ওই পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন তিনি ৷ ঘটনায় এক সাব ইন্সপেক্টর এবং দুই কনস্টেবলের মৃত্যু হয়েছে ৷

পুলিশ কর্মীদের মৃত্যুতে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোপন সূত্র মারফত খবর পেয়ে গুনা জেলার অ্যারন এলাকায় দুষ্কৃতীদের ধরতে অভিযান চালায় পুলিশবাহিনী ৷ দুষ্কৃতীদের লুকিয়ে থাকা জায়গায় গিয়ে পুলিশ চারদিক থেকে তাদের ঘিরে ফেলে ৷ অভিযোগ দুষ্কৃতীরা পালাবার পথ না পেয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ আর তাতেই 3 পুলিশ কর্মীর মৃত্যু হয় ৷ তিনি জানান, প্রশাসনের কাছে খবর ছিল দুষ্কৃতীরা চারটি বিরল প্রজাতির হরিণকে মেরে ফেলেছে (Four Deer of Rare Species Being Killed by Miscreants) ৷ সেই তথ্য অনুযায়ী, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায় ৷ আর তাতেই সাব ইন্সপেক্টর রাজকুমার যাদব এবং কনস্টেবল নীলেশ ভারগভ এবং শান্তারাম মীনা গুলিবিদ্ধ হন ৷ পরবর্তী সময়ে তাঁদের মৃত্যু হয় ৷

আরও পড়ুন : Delhi Hari Nagar Shootout : ভরসন্ধেয় দুষ্কৃতীদের গুলিতে জখম ব্যবসায়ী, মিলল সিসিটিভি ফুটেজ

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নরোত্তম মিশ্র ৷ পাশাপাশি, পুলিশ প্রশাসনকে পুরো ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ যাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে বার্তা দিয়ে একটি উদাহরণ তৈরি করা যায় ৷ এ নিয়ে শনিবার সকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল ৷ যেখানে রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যসচিব এবং অন্যান্য পদস্থ পুলিশকর্তারা উপস্থিত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details