পশ্চিমবঙ্গ

west bengal

Kota Suicide Case: ফের কোটায় 2 নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, কোচিং সেন্টারগুলির সব পরীক্ষা 2 মাসের জন্য স্থগিত

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 12:51 PM IST

Coaching Exams stalled after NEET aspirants die by suicide: কোটায় শিক্ষার্থীদের আত্মহত্যা রুখতে নানা পদক্ষেপ করা হলেও ফের দুই নিট-এর পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন ৷ শিক্ষাবিদ ও সুশীল সমাজ জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের উপর অযাচিত চাপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।

NEET aspirants die by suicide
নিট পরীক্ষার্থীর আত্মহত্যা

কোটা, 28 অগস্ট:রাজস্থানের কোচিং হাব হিসেবে পরিচিত কোটায় ফের 2 পড়ুয়ার আত্মহত্যা ৷ রবিবার দুটি পৃথক ঘটনায় নিট-এর দুই জন পরীক্ষার্থী আত্মঘাতী হওয়ায় চলতি বছরে এখনও পর্যন্ত পড়ুয়ার আত্মহত্যার ঘটনা মোট ঘটল 22টি ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন দুই মাসের জন্য কোচিং সেন্টারগুলিতে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ জারি করেছে ।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল 3.15 নাগাদ আবিষ্কার শাম্বাজি কাসলে (17) জওহর নগরে তাঁর কোচিং ইনস্টিটিউটের বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়েছেন ৷ ইনস্টিটিউটের তৃতীয় তলের একটি কক্ষে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ৷ কোটা জেলা প্রশাসন অধ্যয়নরত/আবাসিক শিক্ষার্থীদের পাশে মানসিক ভাবে দাঁড়ানোর প্রয়োজন উল্লেখ করে, আগামী দুই মাসের জন্য সব কোচিং সেন্টারের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ।

ইনস্টিটিউটের কর্মীরা কাসলেকে একটি হাসপাতালে নিয়ে গেলেও পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিজ্ঞান নগরের সার্কেল অফিসার (সিও) ধর্মবীর সিং । মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দা এবং দ্বাদশ শ্রেণির ছাত্র কাসলে তিন বছর ধরে নিট ইউজি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তালওয়ান্দি এলাকায় তাঁর দাদুর সঙ্গে একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন ৷ সার্কেল অফিসার জানিয়েছেন যে, তাঁর বাবা-মা মহারাষ্ট্রের সরকারি স্কুলের শিক্ষক ।

আরও পড়ুন:পড়ুয়াদের আত্মহত্যা রুখতে হস্টেলের ব্যালকনিতে জাল, ঘরে স্প্রিং দেওয়া সিলিং ফ্যান

কাসলের মৃত্যুর চার ঘণ্টা পরে 18 বছর বয়সি আদর্শ রাজ, যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তিনিও সন্ধ্যা 7 টার দিকে কুনহাদি থানার অধীনস্থ তাঁর ভাড়া করা ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে । সার্কেল অফিসার (কুনহাদি) কে এস রাঠোর জানিয়েছেন, যখন ওই তরুণের বোন এবং খুড়তুতো ভাই সন্ধে 7.30 নাগাদ ফ্ল্যাটে পৌঁছন তখন দেখেন ঘরটি ভেতর থেকে বন্ধ ৷

ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভাঙা হলে দেখা যায়, রাজ সিলিং ফ্যানে ঝুলছেন ৷ রাজকে নামানোর সময় তাঁর তীব্র হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানা গিয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ৷ বিহারের রোহতাস জেলার বাসিন্দা রাজ, এক বছর ধরে কোটার একটি কোচিং ইনস্টিটিউটে নিট ইউজি-র জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তার বোন ও খুড়তুতো ভাইয়ের সঙ্গে একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকত সে ৷

পুলিশ জানিয়েছে, ছাত্রদের কক্ষ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । বিজ্ঞান নগরের সার্কেল অফিসার বলেছেন, কোচিং ইনস্টিটিউটের তৃতীয় তলায় দুপুরের সেশনে কাসলে একটি রুটিন পরীক্ষা দিয়েছিলেন এবং তারপরই বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে পিছনের উঠোনে প্রায় 72 ফুট নিচে গিয়ে পড়েন ৷ (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details