পশ্চিমবঙ্গ

west bengal

Suspected Monkeypox Death: মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু কেরলে

By

Published : Jul 31, 2022, 8:15 PM IST

Updated : Jul 31, 2022, 9:05 PM IST

সংযুক্ত আরব আমিরশাহি ফেরত ওই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও না আসায়, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না (Suspected Monkeypox Death) ৷

monkeypox in india
মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু কেরলে

ত্রিশূর (কেরল), 31 জুলাই: মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক যুবকের মৃত্যু হয়েছে কেরলে ৷ জানা গিয়েছে 22 বছরের ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ৷ শনিবার ত্রিশূরের এক হাসপাতালে প্রাণ হারিয়েছেন ওই যুবক (suspected monkeypox death in Kerala) ৷ যদিও তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও না আসায়, ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷

যদি এই যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তবে এটাই হবে ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর ঘটনা ৷ গত 21 জুলাই ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ৷ কেরলের পালাক্কাড জেলায় ওই যুবকের বাড়ি বলে জানা গিয়েছে ৷ মাঙ্কিপক্স আক্রান্ত কি না, তা জানতে ওই যুবকের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠিয়েছে ৷ দেশে ফেরার পর ওই যুবক কোথায় কোথায় গিয়েছেন, কাদের সংস্পর্শে এসেছেন তা নিয়ে জেলা প্রশাসনকে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: মোদির জন্যই আপনারা আজ বেঁচে আছেন ! বিহারের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

জানা গিয়েছে, বাড়ি ফেরার পর গত 22 জুলাই ওই যুবক বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছিলেন ৷ ইতিমধ্যেই তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ 26 জুলাই ওই যুবকের জ্বর আসে ৷ তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

Last Updated : Jul 31, 2022, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details