পশ্চিমবঙ্গ

west bengal

Uddhav Thackeray slams BJP: ক্ষমতা পেতে হিন্দুত্বকে ব্যবহার করে বিজেপি: উদ্ধব

By

Published : Jan 24, 2022, 12:34 PM IST

বাল ঠাকরের জন্মবার্ষিকীতে শিব সেনার (Shiv Sena wasted 25 years in alliance with BJP) ভার্চুয়াল বক্তৃতায় বিজেপিকে (Thackeray on BJP) তুলোধোনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray slams BJP) ৷ তাঁর দাবি, ক্ষমতায় আসার জন্য হিন্দুত্বকে ব্যবহার করে গেরুয়া শিবির ৷

shiv-sena-wasted-25-years-in-alliance-with-bjp Uddhav Thackeray
ক্ষমতা পেতে হিন্দুত্বকে ব্যবহার করে বিজেপি: উদ্ধব

মুম্বই, 24 জানুয়ারি: বিজেপির সঙ্গে জোট বেঁধে 25টা বছর নষ্ট করেছে শিব সেনা (Shiv Sena wasted 25 years in alliance with BJP) ৷ বিজেপি তাদের ধ্বংস করার চেষ্টা করেছে (Uddhav Thackeray slams BJP) ৷ দলের প্রতিষ্ঠাতা তথা তাঁর বাবা বাল ঠাকরের 96তম জন্মজয়ন্তীতে এ ভাবেই গেরুয়া শিবিরকে নিশানা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Maharashtra CM Uddhav Thackeray) ৷ তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে হিন্দুত্বকে ব্যবহার করে নরেন্দ্র মোদির দল ৷ আগামী দিনে রাজ্যের বাইরে বেরিয়ে জাতীয় ক্ষেত্রে দলকে তুলে ধরার পরিকল্পনার কথা জানান উদ্ধব (uddhav thackeray news) ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের মতোই এবার নিজের রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে চাইছে শিব সেনা ৷ বাল ঠাকরের জন্মবার্ষিকীতে ভার্চুয়াল বক্তৃতায় উদ্ধব ঠাকরে জানিয়েছেন, মহারাষ্ট্রের বাইরেও পা রাখার চেষ্টা করছে দল ৷ লক্ষ্য জাতীয় ক্ষেত্রে বড় ভূমিকা নেওয়া ৷ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (Thackeray on BJP), শরিক অকালি দল ও শিব সেনার মতো পুরনো দলগুলিকে সবসময় খাটো করে রেখেছে বলে তোপ দাগেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷

তাঁর বক্তৃতায় হিন্দুত্বে শান দিয়ে উদ্ধব বলেন, "শিব সেনা হিন্দুত্বকে ক্ষমতায় আনতে চাইত, তাই তারা বিজেপির সঙ্গে জোট (25 years in alliance with bjp) বেঁধেছিল ৷ সেনা কখনও ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুত্বকে ব্যবহার করেনি ৷ কিন্তু বিজেপি শুধু ক্ষমতা পেতেই হিন্দুত্বকে ব্যবহার করে ৷ তাই সেনা বিজেপিকে ছেড়েছে, তবে হিন্দুত্বকে ছাড়েনি ৷"

আরও পড়ুন:Mamata will meet Uddhav-Pawar : মুম্বই যাচ্ছেন মমতা, দেখা করবেন উদ্ধব-পাওয়ারের সঙ্গে

2019 সালে মহারাষ্ট্রে নির্বাচনের পর বিজেপির হাত ছেড়ে এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে শিব সেনা ৷ এই পদক্ষেপের সাফাই দিতে গিয়ে উদ্ধব এ দিন বলেন, "বিজেপি যাতে জাতীয় ক্ষেত্রে তাদের ইচ্ছেপূরণ করতে পারে, সে জন্য আমরা হৃদয় দিয়ে তাদের সাহায্য করেছিলাম ৷ বোঝাপড়া এটাই ছিল যে, তারা জাতীয় ক্ষেত্রে ও আমরা মহারাষ্ট্র নেতৃত্ব দেব ৷ কিন্তু আমাদের ঠকানো হয়েছে এবং আমাদের ঘরে আমাদেরই ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ তাই আমাদের পাল্টা দিতেই হত ৷"

সম্প্রতি নগর পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হয়েছে শিব সেনা ৷ তারা চতুর্থ স্থানে চলে গিয়েছে ৷ সে প্রসঙ্গে উদ্ধবের সাফাই, "আমি ও সেনার অন্যান্য নেতারা স্থানীয় ক্ষেত্রের নির্বাচনকে গুরুত্ব দিইনি ও ঠিকমতো প্রচার চালাইনি ৷ আমাদের শরিক কংগ্রেস ও এনসিপি তৃণমূলস্তর থেকে দলকে মজবুত করেছে ৷ আমাদেরও সেটাই করতে হবে ৷"

আরও পড়ুন:মারাঠা সংরক্ষণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি উদ্ধবের

জাতীয় ক্ষেত্রে নিজেদের উপস্থিতি জোরদার করার জন্য দলীয় কর্মীদের সংগঠন মজবুত করার বার্তা দিয়েছেন শিব সেনা প্রধান ৷ দলের ক্ষমতা বৃদ্ধি করে দিল্লি দখলের স্বপ্ন দেখিয়েছেন উদ্ধব ঠাকরে ৷

ABOUT THE AUTHOR

...view details