পশ্চিমবঙ্গ

west bengal

কর্ণাটকে স্কুল বাস দুর্ঘটনায় গুরুতর আহত চলক-সহ 3 পড়ুয়া

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 8:11 PM IST

Updated : Dec 26, 2023, 8:22 PM IST

School bus Accident in Karnataka: কর্নাটকে একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত চালক-সহ 3 পড়ুয়া ৷ বাসটি রায়চুর জেলার একটি সরকারি স্কুলের ৷ ঘটনার সময় বাসে ছিলেন 6 জন শিক্ষক ৷ সঙ্গে ছিল 53 জন পড়ুয়া ৷ দুর্ঘটনার জেরে হালকা চোট পেয়েছে 12 জন পড়ুয়া ৷

School bus carrying 53 students overturned
কর্নাটকে স্কুল বাস দুর্ঘটনায় গুরুতর আহত চলক

হাভেরি, 26 ডিসেম্বর: কর্ণাটকে একটি বাস দুর্ঘটনার জেরে গুরতর আহত চালক-সহ 3 জন স্কুল পড়ুয়া ৷ এছাড়া স্কুলের এই বাসটি উলটে যাওয়ায় হালকা চোট পেয়েছে আরও 12 জন পড়ুয়া ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর 6টা নাগাদ ৷ হাভেরি জেলার সাভানুর তালুকের আলিপুর ক্রসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি ৷ আহতদের ভরতি করা হয়েছে হুবলি কিমস হাসপাতালে ৷ সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি ৷

শুধু ছাত্রছাত্রী নয় বেশকিছু শিক্ষক-শিক্ষিকাও ছিলেন বাসটিতে ৷ তবে তাঁদের তেমন কোনও চোট লাগেনি ৷ ঘটনাটি ঘটেছে সুভানুর থানা এলাকায় ৷ সুভানুর তালুকের সাব-ডিভিশনাল অফিসার ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন ৷ খবর অনুযায়ী, বাসটি ছিল রায়চুর জেলার লিঙ্গাসুগুর তালুকের সজ্জনাগুড্ডার একটি সরকারি স্কুলের ৷

কর্নাটকে স্কুল বাস দুর্ঘটনায় গুরুতর আহত চলক

শীতের সময় অনেক সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের জন্য় ভ্রমণের ব্যবস্থা করা হয় ৷ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এদিন ছাত্রছাত্রী নিয়ে রওনা দিয়েছিলেন ভ্রমণের উদ্দেশে ৷ কিন্তু সেই ভ্রমণের পরিকল্পনা যে এই দুর্ঘটনায় পর্যবসিত হবে তা কি কেউ জানত ৷ মঙ্গলবার নির্দিষ্ট সময় হাভেরি জেলার বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে বাসটি রওনা দেয় ৷ বাসটি যাচ্ছিল উৎসব রকগার্ডের দিকে ৷ সেসময় আলিপুর ক্রসের কাছে সামনে থেকে আসা একটি গাড়িকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান ৷ তার জেরেই উল্টে যায় বাসটি ৷

বাসে মোট 53 জন ছাত্রছাত্রী ছিল ৷ ছিলেন 6 জন শিক্ষক শিক্ষিকাও ৷ দুর্ঘটনায় বাসের চালক গুরুতর আহত হন ৷ তিনজন ছাত্রের অবস্থাও ছিল বেশ জটিল ৷ চালক এবং তিন ছাত্রকে উদ্ধার করে ভরতি করা হয় হুবলির কিমস হাসপাতালে ৷ হালকা চোট পাওয়া 12 জন পড়ুয়াকে সাভানুরের একটি হাসাপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ স্থানীয় একটি স্কুলে সকলের থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক
  2. নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20
  3. বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে 20
Last Updated :Dec 26, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details