পশ্চিমবঙ্গ

west bengal

‘ইন্ডিয়া’র আসন সমঝোতা এত দ্রুত হওয়া সম্ভব নয়, মত আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 4:31 PM IST

Seat Sharing in INDIA: বিজেপিকে হারাতে জোট গড়েছে বিরোধীরা৷ জোটের নাম ‘ইন্ডিয়া’ ৷ কিন্তু সেই জোটে শরিকরা কি আসন সমঝোতা নিয়ে ঐক্য়মত্য়ে পৌঁছাতে পারবেন ? এই প্রশ্নের মাঝে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব জানালেন, আসন সমঝোতা এত দ্রুত হওয়া সম্ভব নয় ৷

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav

পটনা, 17 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই ৷ অথচ এখনও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিরোধীদের ‘ইন্ডিয়া’ ৷ যদিও এত তাড়াতাড়ি আসন সমঝোতার রফাসূত্র বের হবে না বলেই মনে করেন লালু প্রসাদ যাদব ৷ বুধবার এই কথা জানিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান ৷ তিনি বলেন, ‘‘জোটে এত তাড়াতাড়ি আসন ভাগাভাগি হয় না... ৷’’

গত বছর জুনে বিজেপি বিরোধী এই জোট তৈরির প্রক্রিয়া শুরু হয় ৷ প্রথম বৈঠক হয় পটনায় ৷ জুলাই মাসে বিরোধী জোটের দলগুলি বেঙ্গালুরুতে বৈঠক করে ৷ সেখানেই জোটের নাম ঠিক হয় ‘ইন্ডিয়া’ ৷ তার পর মুম্বইতে ও দিল্লিতে বৈঠক হয়েছে ৷ কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত হয়নি ৷ চলতি মাসে ভার্চুয়াল বৈঠকও হয়েছে ৷ তার পরও অধরা আসন ভাগাভাগির বিষয়টি ৷

আদৌ আসন সমঝোতা হবে তো ? এই প্রশ্নের উত্তরই খুঁজছে জাতীয় রাজনৈতিক মহল ৷ কারণ, বিজেপি বিরোধিতার প্রশ্নে বিভিন্ন দল একছাতার তলায় এলেও রাজ্যে-রাজ্যে অনেকেই যুযুধান ৷ সব রাজ্য়ের পরিস্থিতি বিহার বা ঝাড়খণ্ডের মতো নয় ৷ এই দুই রাজ্য়েই আরজেডি ও কংগ্রেস জোটে রয়েছে ৷ তাদের সঙ্গে বিহারে যেমন নীতীশ কুমারের জেডিইউ রয়েছে, তেমনই ঝাড়খণ্ডে রয়েছে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷

কিন্তু পশ্চিমবঙ্গে আবার কংগ্রেস, বাম ও তৃণমূল একে অপরের বিরোধী ৷ পঞ্জাব ও দিল্লিতেও একই পরিস্থিতি ৷ সেখানে ‘ইন্ডিয়া’র শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি একে অপরের প্রতিপক্ষ ৷ ফলে আসন সমঝোতা কিভাবে হবে, এই নিয়ে সবপক্ষের মধ্যেই আলাপ-আলোচনা চলছে ৷ শিবসেনা (ইউবিটি), তৃণমূল কংগ্রেস ও জেডিইউ অবশ্য আসন সমঝোতা নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছে ৷ মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের প্রচার শুরুর আগে কংগ্রেসের তরফে এই বিষয়টি নিষ্পত্তি করে নেওয়া হবে ৷

আসন সমঝোতা নিয়ে এই টানাপোড়েনের মধ্যে ‘ইন্ডিয়া’র জন্য অন্যতম ইতিবাচক পরিস্থতি তৈরি হয়েছে চণ্ডীগড়ে ৷ সেখানে মেয়র নির্বাচনে জোট গড়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি ৷ অনেকে মনে করছেন, এভাবেই বিরোধীরা নিজেদের মতপার্থক্য দূরে সরিয়ে রেখে লোকসভা নির্বাচনেও আসন সমঝোতা করতে পারবে ৷

2019 সালের লোকসভা নির্বাচনে 543টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতেছিল 353টি আসনে ৷ ইউপিএ-র ঝুলিতে এসেছিল 91 ৷ বাকি দলগুলির আসন জয়ের যোগফল ছিল 98 ৷ তবে এবার পরিস্থিতি বদলেছে ৷ এনডিএ ছেড়েছেন অনেকে ৷ কেউ কেউ এনডিএ-তে এসেছেন ৷ ইউপিএ ভেঙে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ ৷ সেখানে আগের থেকে অনেক বেশি দল রয়েছে ৷

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন ৷ তিনি আগেই জানিয়েছেন যে এই বিষয়ে শরিকদের সম্মান দিয়েই রফাসূত্র বের করা হবে ৷ কিন্তু শেষপর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার !

(এএনআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. অনিশ্চিত 'ইন্ডিয়া' জোট ! সিপিএমের জাতীয় আলোচনা সভায় নাম নেই প্রদেশ কংগ্রেস সভাপতির
  2. লোকসভায় আসন বণ্টন আলোচনায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেস, দাবি এআইসিসি'র
  3. নীতীশের ফেরানো 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক পদে খাড়গে

ABOUT THE AUTHOR

...view details