পশ্চিমবঙ্গ

west bengal

Titanosaur Fossilized Eggs Found: ভারতে উদ্ধার পেল্লায় ডাইনোসরের 250টি ডিম !

By

Published : Jan 20, 2023, 10:23 PM IST

ভারতের লামেটা ফরমেশনে (Lameta Formation) পাওয়া গিয়েছে টাইটানোসরের 250টিরও বেশি ডিমের জীবাশ্ম (Titanosaur Fossilized Eggs Found) ! ঘটনায় উচ্ছ্বসিত গবেষকরা ৷

Researchers found more than 250 Fossilized Eggs of Titanosaur at Lameta Formation
প্রতীকী ছবি

ওয়াশিংটন, 20 জানুয়ারি:একটা সময় ভারতীয় উপমহাদেশ (Indian Subcontinent) দাপিয়ে বেরাত টাইটানোসর (Titanosaur) বা টাইটানোসরিয়া (Titanosauria) প্রজাতির ডাইনোসররা (Dinosaur) ৷ এবার তাদের সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া যাবে ৷ কারণ, সম্প্রতি 250টিরও বেশি ডিমের জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে (Titanosaur Fossilized Eggs Found) ৷ সেই জীবশ্মের বিশ্লেষণই সামনে আনবে বহু নতুন তথ্য ! গত 18 জানুয়ারি প্রকাশিত একটি প্রবন্ধে এমনটাই দাবি করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হর্ষ ধীমান ৷

ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যায়ে যে ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত, তাদের কঙ্কাল ও ডিমের জীবাশ্মের প্রচুর নমুনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লামেটা ফরমেশনে (Lameta Formation) ৷ এটি আদতে মধ্য ভারতে অবস্থিত নর্মদা উপত্যকার একটি অংশ ৷ এখানকার ভূত্বকের বিভিন্ন স্তরে প্রাগৈতিহাসিক এই জন্তুর দেহাবশেষের খোঁজ মিলেছে ৷ সম্প্রতি এই এলাকাতেই ডাইনোসরের 92টি বাসা খুঁজে পাওয়া গিয়েছে ৷ সেখান থেকে উদ্ধার করা হয়েছে ডাইনোসরের 256টি ডিমের জীবাশ্ম ৷ এই ডিমগুলি টাইটানোসরের বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন:বিরল আবিষ্কার ! মধ্যপ্রদেশে মিলল ডাইনোসরের 'ডিমের ভিতর ডিম'

তথ্য বলছে, পৃথিবীতে বসবাসকারী ডাইনোসরের বিভিন্ন প্রজাতির মধ্যে সবথেকে বড় আকারের যেগুলি ছিল, তার মধ্য়ে টাইটানোসর অন্যতম ৷ উদ্ধার হওয়া ডিমের জীবাশ্মগুলি পরীক্ষা করার সুযোগ পেয়েছেন ধীমান ও তাঁর সহকর্মীরা ৷ তাঁদের আশা, গবেষণার কাজ যত এগোবে, টাইটানোসর সম্পর্কে ততই নতুন নতুন তথ্য সামনে আসবে ৷

ইতিমধ্য়েই সংশ্লিষ্ট এলাকায় টাইটানোসরের ছ'রকমের ডিমের জীবাশ্ম খুঁজে পেয়েছেন গবেষকরা ৷ তাঁদের দাবি, টাইটানোসর প্রজাতিটি যে অত্যন্ত বৈচিত্রপূর্ণ ছিল, তা তাদের ডিমের এই রকমভেদ থেকেই প্রমাণিত ৷ অথচ, শুধুমাত্র টাইটানোসরের কঙ্কাল পর্যবেক্ষণ বা পরীক্ষা করে এই তথ্য পাওয়া সম্ভব ছিল না ৷ বিজ্ঞানীরা আরও জানতে পেরেছেন, এই টাইটানোসরের আচরণ ছিল অনেকটা আজকের যুগের কুমিরের মতো ৷ কুমির যেমন নদীর পাড়ের কোনও জায়গায় গর্ত খুঁড়ে তাতেই ডিম পাড়ে এবং সেই গর্ত আলগা মাটির সাহায্য়ে ঢাকা দিয়ে রাখে, টাইটানোসরও ঠিক তেমনটাই করত !

ABOUT THE AUTHOR

...view details