পশ্চিমবঙ্গ

west bengal

Rajnath Singh: চিন সীমান্তে রাজনাথ, তাওয়াংয়ে অস্ত্রপুজো করে সেনার প্রশংসায় পঞ্চমুখ প্রতিরক্ষা মন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 7:36 PM IST

মঙ্গলবার অরুণাচলপ্রদেশের চিন সীমান্ত ঘেঁসা তাওয়াংয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেখানে দাঁড়িয়ে তিনি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন ৷

ETV Bharat
রাজনাথ সিং

তাওয়ান , 24 অক্টোবর: দেশের সীমান্তে প্রহরারত ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে যান রাজনাথ ৷ সেখানে তিনি 'অস্ত্রপুজো'য় অংশ নেন ও জওয়ানদের দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান ৷ চিন লাগোয়া অরুণাচল সীমান্তের এই গুরুত্বপূর্ণ এলাকায় এদিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে যান সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডেও ৷ অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার প্রস্তুতিও এদিন খতিয়ে দেখেন প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধান ৷

অসীম সাহসের সঙ্গে দেশের সীমান্তে প্রহরা দেওয়ার জন্য এদিন জওয়ানদের ধন্যবাদ জানান রাজনাথ ৷ 1962 সালের ভারত-চিন যুদ্ধের সময় 24 অক্টোবর তাওয়ান শহর দখল করে নিয়েছিল চিনা সেনা, পরে অবশ্য তারা পিছু হঠে ৷ গত কয়েক বছর ধরেই অরুণাচলের ও লাদাখের বেশকিছু এলাকা নিয়ে চিনের সঙ্গে সীমান্ত বিবাদ চলছে ভারতের ৷ দুপক্ষের দ্বিপাক্ষিক সম্পর্কও চিড় খেয়েছে ৷ ভারতের ঘোষিত অবস্থান হল সীমান্তে শান্তি না ফিরলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় ৷ এই সীমান্ত বিবাদের কারণেই চিন সংলগ্ন সিকিম ও অরুণাচলপ্রদেশের প্রায় 3 হাজার 500 কিমি দীর্ঘ সীমান্তে বেশি সংখ্যায় সেনা ও অস্ত্র মোতায়েন করেছে ভারত ৷ পূর্ব লাদাখেও সেনা তৎপরতা বেড়েছে ৷

রাজনাথ সিং এদিন জানান, বর্তমানে বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে, দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা ছাড়া আর কোনও উপায় নেই ৷ দেশের নিরাপত্তা বাড়াতেও সেই লক্ষ্যে আরও বেশি করে দেশীয় সরঞ্জাম ব্যবহার করার জন্য সবরকম পদক্ষেপ করছে বলেও এদিন জানান, রাজনাথ সিং ৷ এদিন বুম-লা-সহ অরুণাচলের একাধিক সীমান্ত ফরওয়ার্ড পেস্টে যান রাজনাথ সিং এবং কথা বলেন সেনা জওয়ানদের সঙ্গে ৷ জওয়ানদের প্রশাংসা করে রাজনাথ এদিন বলেন, "কঠিন পরিস্থির মধ্যেও দেশের সশস্ত্রবাহিনীর জওয়ানরা যে ভাবে সীমান্তে প্রহরা দিচ্ছেন ও মাতৃভূমিকে সুরক্ষিত রাখছেন, তার যতই প্রসংশা করা হোক তা কম ৷ দেশের মানুষ আপনাদের জন্য গর্বিত ৷" দেশের নাম আজ যে বিশ্বমঞ্চে উচ্চারিত হচ্ছে তার জন্য, দেশের সেনা জওয়ানদের এই অদম্য মানসিকতা ও সাহসিকতাও কৃতিত্বের দাবি রাখে ৷

আরও পড়ুন: গাজায় ত্রাণ পাঠাতে ও যুদ্ধবিরতি ঘোষণায় উদ্য়োগী হোক ভারত, মোদির কাছে আবেদন ওয়াইসির

দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা ক্ষেত্রেও যে আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, এদিন তাও স্মরণ করিয়ে দিয়েছেন রাজনাথ সিং ৷ তিনি জানান, আগে ভারতকে বিদেশ থেকে প্রচুর অস্ত্র আমদানি করতে হতো, এখন প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে এখন ভারতেই দেশীয় প্রযুক্তিতে অস্ত্র-সরঞ্জাম তৈরি হচ্ছে ৷ এমনকি বিদেশেও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে ভারত ৷ রাজনাথের দাবি, 2014 সালে ভারত 1 হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করত, এখন তা বেড়ে কয়েক হাজার কোটি টাকার অঙ্কে পৌঁছেছে ৷

ABOUT THE AUTHOR

...view details