পশ্চিমবঙ্গ

west bengal

Death anniversary of Sardar Vallabhbhai Patel : 71তম মৃত্যুবার্ষিকীতে বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য মোদির

By

Published : Dec 15, 2021, 12:30 PM IST

সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Pays Tribute to Sardar Vallabhbhai Patel) ৷ সেই সঙ্গে ভারত রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতে তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য দেশবাসী তাঁর কাছে চিরকৃতজ্ঞ বলে উল্লেখ করেন (Death anniversary of Sardar Vallabhbhai Patel) ৷

Death anniversary of Sardar Vallabhbhai Patel
Death anniversary of Sardar Vallabhbhai Patel

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : লৌহমানব তথা দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 71 তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Pays Tribute to Sardar Vallabhbhai Patel) ৷ টুইটারে সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন তিনি ৷ যেখানে দেশের হয়ে অক্লান্ত এবং পাহাড় প্রমাণ সেবার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি ৷

প্রধানমন্ত্রী তাঁর টুইটে লেখেন, ‘‘সর্দার প্যাটেলের পূণ্যতিথিতে তাঁর স্মরণে শ্রদ্ধা জানাই (Death anniversary of Sardar Vallabhbhai Patel) ৷ দেশকে একজোট রাখতে তাঁর অক্লান্ত পরিশ্রম, তাঁর প্রশাসনিক দক্ষতা এবং পাহাড় প্রমাণ সেবার জন্য ভারত সবসময় তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে ৷’’

আরও পড়ুন : PM Modi on Development : দেশকে উন্নয়নের পথ দেখাচ্ছে বারাণসী : মোদি

প্রসঙ্গত, স্বাধীনতার পর ভারতীয় ইউনিয়নের সঙ্গে একাধিক রাজ্যকে যোগ করতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ৷ ঐক্যবদ্ধ ভারত তৈরি করতে এবং ভারতের অখণ্ডতা বজায় রাখতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর সম্মানে গুজরাতে নর্মদার তীরে ব্রোঞ্জের মূর্তি তৈরি করে ভারত সরকার ৷ যার নাম দেওয়া হয়েছ, ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ৷ তাঁর কাজকে সম্মান জানাতে এই মূর্তি তৈরি করেছে ভারত সরকার ৷

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details