পশ্চিমবঙ্গ

west bengal

Modi on Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির

By

Published : May 2, 2022, 11:05 PM IST

modi in europe
রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই,মত মোদির

ভারত যে বরাবরই সংঘর্ষ বন্ধ করে, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে এদিন তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Russia-Ukraine Conflict) ৷

বার্লিন, 2 মে : ইউরোপ সফরে এসে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Russia-Ukraine Conflict) ৷ সোমবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ভারত সর্বদা শান্তির পক্ষে ৷ রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের প্রথম দিন থেকে ভারত আবেদন জানিয়েছে সংঘর্ষ থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ৷

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম ইউরোপ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তিনি বলেন, "আমরা বিশ্বাস করি এই যুদ্ধের ফলে কোনও পক্ষ জয়ী হবে না, আমরা শুধুমাত্র হারানোর সাক্ষী থাকব ৷ সেকারণেই আমরা শান্তির পক্ষে ৷" এই যুদ্ধের ফলে জ্বালানীর দাম যে বেড়েছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এদিন তা মনে করিয়ে দিয়েছেন মোদি ৷ বলেছেন, "ইউক্রেন পরিস্থিতির কারণে জ্বালানীর মূল্য আকাশ ছুঁয়েছে ৷ খাদ্য শস্য ও সারের অভাব দেখা দিয়েছে ৷ যার প্রভাব পড়ছে পৃথিবীর প্রতিটি পরিবারের উপর ৷" বিশ্বের গরিব ও উন্নয়নশীল দেশগুলির উপর এই সংঘাতের প্রভাব পড়বে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : করোনা টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

এই সংঘাতের ফলে যে মানবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত সে সম্পর্কে অবগত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এদিন বক্তব্য রাখতে গিয়ে জানান, রাষ্ট্রসংঘের সনদ উপেক্ষা করে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া ৷ পরবর্তী জি-7 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ৷

ABOUT THE AUTHOR

...view details