পশ্চিমবঙ্গ

west bengal

Janmashtami 2023: দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 11:40 AM IST

গতকাল ও আজ দেশজুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব ৷ পবিত্র এই দিনটিকে ঘিরে উৎসবের আবহে দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভগবান কৃষ্ণের জন্মদিনকে ঘিরে দেশজুড়ে উৎসবের মেজাজ ৷ যেহেতু কৃষ্ণজন্মতিথি এবার দুদিনে পড়েছে তাই গতকাল বুধবার থেকেই শুরু হয়েছে উৎসব ৷ যা চলছে আজও ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷

সেখানে তিনি লেখেন,"জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ৷ ভক্তির এই শুভ উপলক্ষ আমার পরিবারের সকল সদস্যের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম সঞ্চার করুক ৷ জয় শ্রীকৃষ্ণ !"

এছাড়াও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসবে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ জয় শ্রীকৃষ্ণ!"

আরও পড়ুন : 'মোদি মোদি' স্লোগানে অভ্যর্থনা প্রবাসীদের, অভিভূত প্রধানমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সকলকে এই পবিত্র দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,"জন্মাষ্টমীর পবিত্র উৎসবে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ আমি ভগবান কৃষ্ণের কাছ থেকে আপনাদের সকলের সুখ,সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি ৷ জয় শ্রীকৃষ্ণ !"

অন্যদিকে, বুধবার সোশাল মিডিয়ায় জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পোস্টে ননী ভর্তি কলসির পাশে ময়ূরের পালক ও বাঁশির ছবিতে লেখা, শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ৷

দেশজুড়ে মহাধূমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে ৷ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কৃষ্ণের জন্মদিন পালিত হয়ে থাকে ৷ কিন্তু এ বছর তিথি অনুযায়ী দু'দিনে পড়েছে জন্মাষ্টমী ৷ তাই অনেকে বুধবার তা উদযাপন করেছেন, অনেকে আবার আজ বৃহস্পতিবারও উদযাপন করছেন ৷ জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মথুরা, বৃন্দাবন সহ একাধিক কৃষ্ণ-খ্যাত জায়গা । ভক্তদের ঢল চোখে পড়ার মতো ।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মাষ্টমীর শুভেচ্ছাবার্তা

আরও পড়ুন : বেজে উঠেছে শঙ্খ, খুলেছে মন্দিরের দ্বার ; জন্মাষ্টমীর আনন্দে মাতোয়ারা দেশ

ABOUT THE AUTHOR

...view details