পশ্চিমবঙ্গ

west bengal

P Chidambaram on CBI : এফআইআর-এ নাম নেই অথচ বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, অভিযোগ চিদম্বরমের

By

Published : May 17, 2022, 4:53 PM IST

ভিসা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI Raids Nine Locations Linked to Karti Chidambaram in Visa Corruption Case) ৷ হানা দেওয়া হয় তাঁর বাড়ি-সহ 9টি জায়গায় ৷

chidambaram claims against cbi
সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ চিদম্বরমের

নয়াদিল্লি, 17 মে: ভিসা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বাড়ি তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ কার্তির চেন্নাইয়ের বাড়ি-সহ মোট 9টি জায়গায় এদিন তল্লাশি চালায় সিবিআই ৷ তবে শুধু কার্তির বাড়িতে নয়, সিবিআই এদিন হানা দেয় তাঁর বাবা পি চিদম্বরমের বাড়িতেও ৷ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী নিজেই টুইট করে একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন: ভিসা দুর্নীতির অভিযোগে কার্তির বাড়ি-সহ 9 জায়গায় সিবিআই তল্লাশি

পি চিদম্বরমের অভিযোগ, তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালালেও এফআইআরে তাঁর নাম দেখাতে পারেনি (Not named in FIR but CBI searched his house claims P Chidambaram) ৷ টুইটে তিনি লেখেন, "আজ সকালে সিবিআই এর দল আমার দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ৷ সিবিআই দলের তরফে আমায় যে এফআইআর দেখানো হয়েছে সেখানে অভিযুক্ত হিসেবে আমার নাম নেই ৷ তল্লাশিতে তারা কিছু পায়নি, কিছু বাজেয়াপ্তও করেনি ৷ তল্লাশি চালানোর সময়টা বেশ চিত্তাকর্ষক ৷"

উল্লেখ্য, পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ভিসা জালিয়াতি সংক্রান্ত নয়া মামলা দায়ের করেছে সিবিআই ৷ অভিযোগ, 2011 সালে তিনি 50 লক্ষ টাকার বিনিময়ে 250 জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভারতের ভিসা পেতে সাহায্য করেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details